নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ২৪ জানুয়ারি ২০২১
2021-01-24 00:01:00
সোহরাব হাসানঃ
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একজন মানুষও গৃহহীন থাকবে না। তার পরিকল্পনা আছে তিন লাখের বেশি মানুষকে ঘর দিবেন, এটা খুবই ইতিবাচক সংবাদ। এজন্য প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই। মানুষের পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান, এর মধ্যে বাসস্থান হচ্ছে একটি। কিন্তু আমরা এখন পর্যন্ত মানুষের সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়নি। শিক্ষা ক্ষেত্রে সরকারি হিসাব মতে এখনও ২০ ভাগ মানুষ শিক্ষার বাহিরে রয়েছে, এরা হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ। যাতে প্রতিটি মানুষ শিক্ষা পায়, খাবারের নিশ্চিয়তা এবং বাসস্থান পায়, অর্থাৎ প্রতিটি মানুষের পাঁচটি মৌলিক চাহিদা যেন স্বয়ংসম্পূর্ণ থাকে সেই ব্যবস্থাই সরকার করছে।
রাজেকুজ্জামান রতনঃ
রাজনীতি আমার প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে সঙ্গে যুক্ত। দৈনন্দিন জীবনে যখন দেখছি যে, ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকলে সবকিছু করার ক্ষমতা পাওয়া যায়, মানুষের সেবা করা ছাড়া। ক্ষমতাসীন দলের সব ক্ষমতা আছে, মানুষকে যদি চালাতে পারি তবেই আমি ক্ষমতাসীন, আপনাকে যদি আমি শায়েস্তা করতে পারি তবেই আমি ক্ষমতাসীন। আমি পুলিশকে পরোয়া করি না, আইনকে পরোয়া করি না, আমাকে কেউ কিছু করতে পারবে না, তখন মানুষ বুঝবে যে হ্যা ক্ষমতা আছে। তো এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে কেন? কারণ ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি, ক্ষমতার সঙ্গে আর্থিক যোগাযোগ। যদি আর্থিক যোগাযোগটা না থাকতো কিন্তু আমাদের পার্লামেন্ট নির্বাচনে কেউ দাড়াতেই চাইতেন না। আমরা অনেক সময় বলি না যে গম থেকে শুরু করে, এখন আর গম লাগে না, এখন তো অনেক কিছুই হয় । বামপন্থীরা যেই মূহুর্তে আওয়ামী লীগকে সমালোচনা করে, সেই সময় আওয়ামী লীগের নেতারা বলে এরা সব জামাত হয়ে গেছে, এটা অদ্ভুত ব্যাপার। তার মানে কোন কথা বলে মানুষকে হেয় করা যায়, সেইটাই করছে কিন্তু সেই যুক্তিটা ধরছে না ।
প্রফেসর ড. বে-নজীর আহমেদঃ
করোনার টিকা নেওয়ার ব্যাপারে সরকারকে বস্তুনিষ্ঠ তথ্য দিতে হবে এবং আমাদের গণমাধ্যমে করোনার বিভিন্ন দিক সম্পর্কে প্রচারণা চালিয়ে যেতে হবে। করোনার টিকা নিলে কি হবে এবং কি কি উপকার হবে তা জনগণকে জানাতে হবে। ভারতে সিরাম ইনস্টিটিউট যে টিকা দিয়েছে তাতে খুব বেশি মানুষের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আমাদের এখন উচিত খুব দ্রুত করোনার টিকাটি প্রয়োগ করা এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা। আমাদের দেশে মানুষের দেহে টিকা প্রয়োগ করলে কি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা পরীক্ষা করে দেখতে হবে। টিভিতে ও গণমাধ্যমে খুব সহজ এবং স্পষ্ট ভাষায় করোনার টিকা সম্পর্কে বিস্তারিত মানুষকে জানাতে হবে। কারণ, এখানে শিক্ষিত-অশিক্ষিত সকল মানুষকেই টিকার আওতায় আনা হবে সুতরাং সবাইকেই এ বিষয়ে জানাতে হবে।