জনতন্ত্র গণতন্ত্র নিউজ ২৪ ২০০০ ঘটিকা ২৩ জানুয়ারি ২০২১
2021-01-23 20:00:00
অধ্যাপক ড. আনোয়ার হোসেনঃ
আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো নেই আমাদের শিক্ষাব্যবস্থাও ভালো নেই যেটা নির্ঘাত সত্য কথা। আমাদের দেশের শিক্ষকরা নানা সময়ে মানুষের সামনে জাতির বিবেক হিসেবে এসেছিলেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। সে অবস্থানটাও আমরা অথবা ধরে রাখতে পারিনি। আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একেবারে নিম্নমানের নয়। কিন্তু আমাদের যে মূল সমস্যা সেটা হল পাঠ্যপুস্তক জ্ঞানের যে বিষয়টি সেটা আমরা শিক্ষার্থীদের দিতে পারি তবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা যে বিষয়গুলো সে বিষয়গুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে বলে আমার মনে হয় না। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্র গুলো সম্প্রসারণ করতে হবে কারণ বিশ্ববিদ্যালয় হল গবেষণার প্রাণকেন্দ্র।
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামঃ
সাধারণত অপরাধের জন্য আমরা আইন কে দোষী করতে পারিনা। আইনের তৈরি হয় অপরাধীকে শাস্তি দেয়ার জন্য এবং অপরাধ থেকে জাতিকে মুক্ত করার জন্য। আইনের অভাবে যেখানে-সেখানে যদি অপরাধ হয় তাহলে জাতি তার জন্য দায়ী। অতএব একটা অধ্যাদেশ এত বড় একটা সমস্যার জন্য দায়ী সেটা বলা যাবে না। প্রথমত আমাদের পরিকল্পনার অভাব আছে এবং আমরা যদি শিক্ষা কমিশনের রিপোর্ট ধরে ধরে আঘাত আম তাহলে হয়তোবা এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব হতো। বর্তমানে শিক্ষাকতাটা একটি চাকরি হয়ে গেছে শিক্ষাকতা এখন আর আগের জায়গায় নেই। তবে বিশেষ করে অর্থের অভাবে আমাদের শিক্ষাব্যবস্থা তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এখন ভালো ভালো শিক্ষকদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো নিয়ে নিচ্ছে ফলে আমরা এখন শিক্ষক সংকটে পড়েছি।
অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীঃ
শিক্ষকতা যদি একটিভ রত হয় তবে তিনি বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ সমাজ নিরক্ষর করবেন এবং দায়িত্বশীল হবেন। সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করবেন একজন শিক্ষক। তার দায়িত্ব পালন সম্বন্ধে তিনি সচেতন থাকবেন এবং সমাজের প্রতি দেশের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতি তার দায়িত্ববোধ থেকে তিনি কাজ করবেন, এটাই একজন প্রকৃত শিক্ষক এর চরিত্র হওয়া উচিত। এই মূল্যবোধের অবক্ষয়ের কালে আমি পুরোপুরি শিক্ষকদেরকে দায় করছি না যেখানে সমাজ ক্ষমতার পেছনে ছটে সেখানে সকলেই তোয়াজ করবে এটাই স্বাভাবিক। আলোকবর্তিকার পক্ষে এখন আর শিক্ষকরা নেই যেটা আমার বলতে কোনো দ্বিধা নেই। শিক্ষকতা কোন চাকরির পেশা নয় জীবনধারণের জন্য যে কোন চাকরি করা যায় কিন্তু শিক্ষক হতে হলে তাকে সামাজিক মূল্যবোধ দেশের প্রতি দায়িত্বশীল এবং তার ছাত্রদের প্রতি দায়িত্বশীল হতে হবে অতঃপর তার চরিত্র এমন হতে হবে যাতে তার ছাত্ররা তার দেখানো পথে গর্বের সাথে চলতে পারে। সবথেকে বড় কথা আমাদের গবেষণার দিকটা অনেক বেশি দুর্বল। আমাদেরকে গবেষণার বিষয়ে ভাবতে হবে একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানের পাঠগ্রহণের জায়গা না, বিশ্ববিদ্যালয় হল আবিষ্কারের জায়গা নতুন কিছু তৈরি করার জায়গা নতুন কিছু নিয়ে ভাবার জায়গা।