সমসাময়িক বিষয় তৃতীয় মাত্রা চ্যানেল আই ০১০০ ঘটিকা ২৩ জানুয়ারি ২০২১
2021-01-23 01:00:00
লিয়াকত আলী ভূঁইয়াঃ করোনা মহামারী সারাবিশ্বে যেভাবে তান্ডব ছড়িয়ে আছে, এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আজ অব্দি মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। বাংলাদেশে করোনা মহামারী অনেক ক্ষতি সাধন করেছে, মানুষ চাকরি হারিয়েছে, গরিব আরো গরীব হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা কারণে আমরা আজকে এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পেরেছি। ২০১৮-১৯ সালের দিকে আমাদের দেশ অনেক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এই মহামারী পরিস্থিতির কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বুদ্ধিমত্তার কারণে আমাদের রেমিটেন্স মাথাপিছু আয় এবং আরো অনেক অর্জন সাধিত হতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তা এবং নেতৃত্বে আজ আমরা সমৃদ্ধির পথে যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই।
মোঃ মহিউদ্দিন রুবেলঃ করোনাভাইরাস এমন একটি উদ্ভিদের নাম যে বেশি দেখা যায় না ছোয়া যায়না এবং অনুভব করা যায় না শুধু আপন মানুষকে কেড়ে নেয় এই মহামারী। দুর্ভিক্ষের কথা আমরা শুনেছি এবং বিভিন্ন ধরনের মহামারী কথা শুনেছি কিন্তু এত বড় ধরনের একটি ধাক্কা এবার প্রত্যক্ষ করলাম। আমরা কেউ এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না, কেউ কোনদিন কল্পনাও করিনি যে বাসায় বসে থাকতে হবে বাইরে যেতে পারবো না স্কুল-কলেজ বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তার বিচক্ষনতার কারণে। এই সময় কালে কি করতে হবে সেটা আমরা বুঝতে না পারলেও তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন এবং তার নির্দেশনায় আজকে বাংলাদেশ এই অতি মাড়ির সময়েও সমৃদ্ধির পথে হাঁটছে।সম্পূর্ণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই সময়ে শেষ হয়ে গিয়েছিল আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কি করতে হবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন এবং কাজে আসার তাগিদ দিলেন। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেবাঙালি জাতি হিসেবে কৃতজ্ঞতা পোষণ করতে চাই। |
---|