রাজনীতির হালচাল জনতন্ত্র গণতন্ত্র নিউজ ২৪ ২০০০ ঘটিকা ২২ জানুয়ারি ২০২১
2021-01-22 20:00:00
আ ন ম এহসানুল হক মিলনঃ
যেখানে গণতন্ত্র নেই, যেখানে নির্বাচন ব্যবস্থা নেই, যেখানে সুশাসন নেই, যেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলছে না, যেখানে প্রশাসন ঠিকমতো কাজ করছে না, ও যেখানে দুর্নীতির পাহাড় জমে আছে, সেই জায়গায় যখন নির্বাচন বিমুখ জনগোষ্ঠী হয়ে গিয়েছে। মানুষ এখন নির্বাচনে যেতে চায় না। এমন একটা পরিস্থিতিতে যখন থমথমে অবস্থা, যখন মানুষের মন থেকে রাজনীতি উঠে গিয়েছে, নির্বাচন উঠে গিয়েছে, এই সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা দিন দিন অনেক বেশি হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ভিতরে আজকে তারা কাদা ছিটা ছিটি করছে, এ তো সবে শুরু। বিষয়টি হলো দেশে যখন গণতন্ত্র নেই ও অন্যান্য দলগুলোকে যখন নিষ্পেষিত করা হয়েছে, রাজনীতির বাইরে অর্থাৎ রিং এর বাইরে ফেলে দেয়া হচ্ছে। রিং এর ভিতরে আছেন কারা একপক্ষ, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে যুদ্ধ করতে হবে।
শেখ শহিদুল ইসলামঃ
সম্প্রতিকালে যে দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা, আরেকজন হলো অর্থশালী ব্যক্তি। যিনি অর্থের জেরে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ওই এলাকায় এমপি নির্বাচিত হয়েছেন। এই যে দুজনের মধ্যে যে তর্ক-বিতর্ক হচ্ছে, তারা দুজনেই রাজনৈতিকবিধি লঙ্ঘন করছেন। এজন্য রাজনীতি যাদের করা উচিত তারা হলেন তৃণমূল থেকে উঠে আসা ব্যক্তিবর্গ। যেমন ওবায়দুল কাদের কেননা তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ।
উপাধ্যক্ষ আব্দুস শহীদঃ
আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন কর্মী। আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছে, এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি এ পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি যে দলই করিনা কেন, সব দলের মধ্যে একটা শৃঙ্খলাবোধ আছে। সেই শৃঙ্খলা বোধের বাইরে গিয়ে যারা কথা বলে, তারা আসলে রাজনীতিবিদ না বরং তারা ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করে। তারা মানুষের জন্য রাজনীতি করে না।