২৪ ঘণ্টা, যমুনা টিভি ২৩০০ ঘটিকা ২১ জানুয়ারি ২০২১
2021-01-21 23:00:00
ডা. এ এস এম আলমগীরঃ
বাংলাদেশ সরকার ৩ কোটি ভ্যাকসিন কিনেছে সেটা ২৫ বা ২৬ তারিখ আমাদের দেশে আসবে। ভারত সরকার বলেছে যে তারা ২লাখ ভ্যাকসিন উপহার হিসেবে দিবে এবং সেটা ২১ তারিখ এসেছে। এখানো কোন সমন্বয়হীনতা আমি দেখি না। যেহেতু পাইলটিং এর ভ্যাকসিনটা আমাদের হাতে চলে এসেছে সেহেতু আমরা এখন চিন্তা করছি ২৮ তারিখ ঢাকা শহরের অন্তত ৪টি হাসপাতালে একটা পাইলট প্রোগ্রামিং করবো এবং সেখানে মেডিকেলের প্রিন্সিপাল থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত ৫’শ লোককে ভ্যাকসিন প্রয়োগ করবো। আমরা ভ্যাকসিনেশনের কাজটি নিখুঁত ভাবে করতে চাই।
ড. সমীর কুমার সাহাঃ
বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে খু্বই দক্ষতার পরিচয় দিয়েছে। করোনা টিকা নিয়ে ডিজিহেলথ, আইডিসিআর আছেন এবং তারা সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে কিভাবে টিকা মানুষের শরীরে প্রয়োগ করা যায়। যাদের শরীরে করোনার উপসর্গ থাকবে তাদেরকে টিকা দেয়া যাবে না। কারণ করোনা থাকা অবস্থায় টিকা নেয়া যায়না। কিন্তু যাদের করোনা উপসর্গ নেই কিন্তু তাদের করোনা আছে তাদেরকে যদি টিকা দেওয়া হয় তাহলে আমার মনে হয় এর কোন পার্শপ্রতিক্রিয়া হবে না।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলঃ
শরীরে করোনাভাইরাস থাকলে ভ্যাকসিন দিলে কি পাশ্বপ্রতিকা হবে এখন পর্যন্ত এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো ব্যাখ্যা প্রকাশ করেনি। আমার অভিজ্ঞতা মতে কারো শরীরে ভাইরাস থাকলে তারপরও যদি তার শরীরের টিকা দেয়া হয় তাহলে কোন ক্ষতি হওয়ার কথা না। আমি হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ে কাজ করি কিন্তু কারো শরীরে হেপাটাইটিস-বি ভাইরাস থাকা অবস্থায় যদি তাকে টিকা দেওয়া হয় তাহলে নতুন করে ভাইরাস প্রতিরক্ষা হবেনা কিন্তু তার কোন সমস্যা হবে না।
ডা. তারেক হোসনেঃ
কোন ব্যক্তির শরীরে করোনা থাকা অবস্থায় সে যদি ভ্যাকসিন নেয় তাহলে কোনো ক্ষতি হওয়ার কথা না। বিজ্ঞানসম্মত এরকম কোন ব্যাখ্যা নেই, ভাইরাস থাকা অবস্থায় যদি কারো ভ্যাকসিন দেওয়া হয় তার ক্ষতি হয়েছে এমন কোন প্রমান কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি।