মুক্তবাক চ্যানেল ২৪ ২৩০০ ঘটিকা ২০ জানুয়ারি ২০২১
2021-01-20 23:00:00
অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহঃ
কালকে যে ভ্যাকসিন আসছে সেগুলো আগে কিছু লোকের মধ্যে দিয়ে দেখতে হবে যে পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হয় এবং সেটার জন্য এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই এক সপ্তাহের পর থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে যে তালিকা সেই অনুযায়ি দেওয়া শুরু হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাইকে টিকা নিতে হবে সেটা ফ্রন্টলাইনার্স হোক অথবা যে কেউ হোক। কোন ব্যক্তি যখন রেজিস্টার হবে তখন অ্যাপে দুইটি অংশ থাকবে একটি অংশে তার তথ্য এবং অরেকটি অংশে যে আমি নিজ দায়িত্বে এই টিকা নিতে আগ্রহী। যারা আগ্রহী হবে তাদের কেই টিকা দেওয়া হবে, অর্থাৎ ফ্রন্টলাইনার্স যারা তাদের বাধ্যতামূলক না যে তোমাকে ভ্যাকসিন দিতেই হবে।
অধ্যাপক ডা. লিয়াকত আলিঃ
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও সচিব যেভাবে বলেছেন সেই অনুযায়ি প্রস্তুতি ভালো আছে, কারণ একটি নীতিমালা তৈরি হয়েছে এবং সেই নীতিমালার ভিত্তিতে কারা অগ্রাধিকার পাবে সেটি আবার অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে হবে। ২৫ তারিখে সেই অ্যাপ চলে আসবে আমাদের মন্ত্রী মহোদয় আসবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে কি কি টিম থাকবে সেটাও বলা হয়েছে। তাই এইসব কিছুর প্রেক্ষিতে কাগজে কলমে যেটা বলা আছে সেগুলো কিন্তু ঠিক আছে। সরকার মূলত অনুসরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নীতিমালা সেখান থেকে অভিযোজনটা এসেছে তাই সেই অনুযায়ি তারা বলতে পারে যে আমরা সঠিক আছি। বিকল্প এখন থেকেই ভাবতে হবে কারণ আমরা জানিনা যে আমাদের জনগোষ্ঠীর ওপরে সত্যি অর্থে যে ভ্যাকসিন আমরা প্রয়োগ করতে যাচ্ছি অবশ্যই আশা করবো সফল হবে কিন্তু তারপরেও পার্শ্ব প্রতিক্রিয়ায় সফলতার হার কতো হবে সেটা নির্দিষ্টভাবে বলা যাবে না।
ডা. জাহেদ উর রহমানঃ
একটা তথ্য ঠিক করে দেয়া দরকার আগামীকাল যে ৩৫ লাখ টিকা আসছে তার মধ্যে ২০ লাখ হচ্ছে উপহার ১৫ লক্ষ চুক্তির টিকা না। আমরা জানি এই তিন কোটি টিকার বাহিরেও আমদানি করবে যে কোম্পানিটা বেক্সিমকো তারা ৩০ লাখ টিকা এনে পার্সোনালি কমার্সিয়ালি দিবে। ভারতেও বেসরকারিভাবে টিকা বিক্রি হবে এখনো সেটা শুরু হয়নি কিন্তু যখন শুরু হবে তখন সেটা ৬-৮ ডলারে বিক্রি হবে। আমাদের দেশে তারা এটার দাম জানিয়েছেন রয়টারকে ১১২৫ টাকা (১৩.২৫ ডলার) এখানেও কিন্তু ৪০% বেশি দাম রাখা হচ্ছে। আমাদের সরকারি পর্যায়ে কেনা টিকাও ৪৭% টাকায় আমরা কিনছি কিন্তু। তাহলে আমাদের সরকারের টিকা আসার আগে বেসরকারি টিকা কিন্তু এসে পৌঁছে যাচ্ছে, এই তথ্যটা একটু ক্লিয়ার করা দরকার। আপনি যদি বয়স এবং অন্যান্য অনুযায়ি যদি ক্যাটাগরি করেন সেখানে সরকারি কর্মকর্তার যদি ঐ বয়স হয় ঐ ক্যাটাগরির মধ্যে যদি উনি পরেন তাহলে উনি পেয়ে যাবেন। আপনি সবাইকে কেন টিকা দিয়ে দিবেন? সুতরাং কাগজপত্র অনুযায়ি সবকিছু ঠিক নাই। দুই নম্বর কথা হচ্ছে যদি ঠিক থাকতো তাহলে কি হতো? আমরা করোনার শুরু থেকে যদি এখন পর্যন্ত দেখি সেটা হচ্ছে আমাদের যে মানুষগুলো সত্যিকার প্রয়োজন ছিল যেইভাবে প্রয়োজন ছিল সেইভাবে তো প্রয়োজন মিট করা হয়নাই। আমাদের ডাক্তাররা যখন পিপিই খুঁজে বেড়াচ্ছেন, তখন পিপিই পড়ে সরকারি কর্মকর্তা অফিসে ফটোসেশন করেন নি। সুতরাং অনেকগুলো যদি কিন্তু আছে?