একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ২0 জানুয়ারি ২০২১
2021-01-21 20:00:00
শমসের মবির চৌধুরী, বীর বিক্রমঃ
আমি মনে করি নিঃসন্দেহে একটি নেতিবাচক পরিবর্তন এবং ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের সম্প্রতি নির্বাচনে জো বাইডেন নির্বাচিত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে। জো বাইডেন এই জয়কে কোনোদিনও মেনে নেয়নি। আমি আমার জীবন দশায় এরকম উন্নত দেশে এধরনের অভদ্রতা কোনদিনও দেখিনি। নির্বাচনে একপক্ষ জয়ী হবে আরেকপক্ষ পরাজিত হবে, পরাজিতরাই রায় মেনে নিয়ে একটি বক্তব্য দেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেকে সেই অবস্থানে আনতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প যা করতে চেয়েছিল তা তিনি করতে পেরেছে, তিনি চাচ্ছিল একটা বিশেষ গোষ্ঠীকে অনেক বেশি সুযোগ-সুবিধা করে দেওয়া এবং সেটা তিনি করতে পেরেছেন। ডোনাল্ড ট্রাম্পের কারণে রিপাবলিকদের জনপ্রিয়তার এখন তেমন নেই। ট্রাম্প রিপাবলিক পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্প যা ক্ষতি করতে চেয়েছিলো সেটা তিনি করে গেছে। আমাদের লক্ষ্য রাখতে হবে জো বাইডেন প্রশাসনের এশিয়ান পলিসিটা কি হবে এবং এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশকে কিভাবে দেখতে চাই।
মুহাম্মদ হুমায়ুন কবিরঃ
গত ৪ বছর আমরা ট্রাম্পের নানান ধরনের অভদ্রতা, মানুষকে ছোট করা ইত্যাদি ঘটনা ঘটেছে। যেগুলো সাধারণত মার্কিন ইতিহাসে আমরা দেখি না। আমরা ট্রাম্পের বর্ণবাদী বিভক্তির বিষয়ও দেখলাম। গণতন্ত্রে ভিন্নমত থাকবেই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এসে গণতন্ত্রের মধ্যে বর্ণবাদী উপাদানটা যোগ করে দিয়েছে। নতুন প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের সমন্বয় বা ঐক্যের মধ্যে তার বেশিরভাগ সময় দিতে হবে। সাদা বর্ণের মানুষ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি সুতরাং এই বিষয়টা নতুন প্রেসিডেন্টকে সামলে নিতে হবে এবং বৈষম্য দূর করতে হবে। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিষয় আমাদের সাথে ভাল অবস্থায় আছে।
আবুল হাসান চৌধুরীঃ
ট্রাম্পকে আমরা কোন বাক্য বা ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না। ৬ ডিসেম্বরের ঘটনায় যদি ৯০% কৃষ্ণাঙ্গ থাকতো তাহলে তারা এই সিকিউরিটি ভেদ করে ভেতরে যেতে পারতো কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তারমানে ভেতরে বর্ণবাদী একটা চিন্তা বহুদিন ধরেই রয়েছে এবং ট্রাম্প এটাকে আরো উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি বিশেষ সম্পর্ক রাখার সুযোগ আছে। গণতান্ত্রিক দেশ কে নিয়ে বাইডেন একটা বড় কনফারেন্স করবে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রের মধ্য দিয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে। জো বাইডেনের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার মধ্যে আমরা কিছুটা নীতিবান সেটা আমরা দেখেছি। তিনি ওবামা মিনিস্ট্রি সাথে থেকেও সব জিনিসের সাথে তার মত মিলায়নি, তার মধ্যে একটা আদর্শিক ব্যাপার রয়েছে।