তৃতীয় মাত্রা চ্যানেল আই টিভি ০১০০ ঘটিকা ২০ জানুয়ারি ২০২
2021-01-20 01:00:00
নজরুল ইসলাম বাবুঃ
বিএনপিসহ অন্যান্য দল বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন কিন্তু বর্তমান পৌরসভা নির্বাচন নিয়ে এই কথা বলার সুযোগ নেই এবং এই নির্বাচন জনগণের ভোট দ্বারা সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকার যতটুক সহায়তা করা দরকার, তার পুরোটাই তিনি দিয়েছেন এবং আমরা চাচ্ছি অবাধ একটা নির্বাচন, সেখানে সবাই অংশগ্রহণ করুক। এই নির্বাচনটা শতভাগ না হলেও, এবার কাছাকাছি বলতে পারি ভালো একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচন নিয়ে যে সহিংসতা হওয়ার কথা ছিল তেমনটা ঘটেনি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই আওয়ামী লীগ এবং এই বাংলাদেশকে বহির্বিশ্বে শুধু পরিচয় নয়, অর্থনৈতিকভাবে মেরুদন্ড দাঁড়া করানোর মতো জায়গায় নিয়ে গেছে, যার সুফল আমরা বর্তমানে পাচ্ছি।
মোঃ গোলাম মাওলা রনিঃ
জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুইটি সম্পূর্ণ আলাদা। স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের সাথে জনপ্রতিনিধিদের একটা গভীর সম্পর্ক থাকে, ফলে এই নির্বাচনগুলো যেইভাবে জমে তা অন্যান্য নির্বাচনে হয় না। মির্জা কাদের স্থানীয় রাজনীতিতে ওবায়দুল কাদের সাহেবের থেকেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং জনপ্রিয়। উনার বক্তব্যে এটা বোঝা গেছে যে, ওখানে কিছু কিছু এমপি আছেন যাদের প্রতি তার রাগ, ক্ষোভ অনেক। আমরা যখন ২০০৮ সালে সংসদ সদস্য হলাম, আমাদের বয়স অনেক কম ছিল কিন্তু আমাদের কাজ কর্মে প্রতিটি ক্ষেত্রে একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, নিজেদের মধ্যে একটা উৎফুল্ল ছিল, একটা প্রাণ শক্তি নিয়ে আমরা ছুটে বেড়াতাম এলাকার উন্নয়ন করার জন্য। কিন্তু গণতন্ত্রের অব্যাহত যাত্রা না থাকার কারণে সেই যে গতিটা, সম্মান বোধটা, সেই স্পিডটা এখন নেই বললেই চলে। এখন রাষ্ট্রের ক্ষমতাটা চলে গেছে আমলা তন্ত্রের হাতে ।
একটা সমস্যা এখানে রয়েছে, সেটা আওয়ামী লীগের অভ্যন্তরীন কিছু সমস্যা, দলীয় সমস্যা। কারণ একটা দল ১০ বছর যাবৎ একাধারে ক্ষমতায় রয়েছে। দ্বিতীয়ত হলো এখানে প্রশ্নবিদ্ধ নির্বাচন, দুই দুইটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। তৃতীয়ত হলো তাদেরকে চাপে রাখা হয়েছে, স্থানীয়ভাবে চাপে রাখার জন্য বিএনপি সম্পূর্ণভাবে মাঠ থেকে অনুপস্থিত । সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থা, সম্পূর্ণ অর্থনীতি, আমরা যেটাকে দুর্নীতি বলি সেটা হচ্ছে স্মার্ট দুর্নীতি উন্নয়ন, আমরা যেটা অর্থনীতিতে ইরেগুলারিটি বলছি, এটা ইরেগুলারিটি নয়, এটা একটা ভাস্কর্য। এই জিনিসগুলো আগামী দিনে অনাগত বিশ্বে, আজ মিশরের পিরামিড দেখতে যাই, মিশরের মমি দেখতে যাই, আরও অনেক কিছু দেখতে যাই। অনাগত দিনে বাংলাদেশের এই মূহুর্তে যে সফলতাগুলো, সেই সফলতা দেখার জন্য সারা দুনিয়া বাংলাদেশে ছুটে আসবে ।