রাজকাহন উপসংহার ডিবিসি নিউজ ২২০০ ঘটিকা ০৩ ডিসেম্বর ২০২০
2020-12-03 22:00:00
অ্যাডভোকেট খুরশিদ আলম খানঃ
টাকা পাচার কিভাবে হয় এর সংক্ষেপে উত্তর হচ্ছে যাদের মধ্যে দেশপ্রেম নেই তারাই সাধারণত টাকা পাচার করে থাকে, এটাই হচ্ছে সত্যিকার অর্থ। হাইকোর্ট জানতে চেয়েছে পিকে হালদারের টাকা পাচার সংক্রান্ত তোমাদের যে কার্যক্রম, তোমাদের যে মামলা সেখানে তোমরা কি করছো, দ্বিতীয়ত হচ্ছে পিকে হালদারকে কোথায় গ্রেপ্তার করতে পারছো না এবং তার অবস্থান কোথায়। আমরা এসব প্রশ্নের উত্তর দিয়েছি এবং আদালতের প্রতিবেদনে আমরা বলেছি পিকে হালদারের বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই আদেশও তিনি অবজ্ঞা করে বিদেশে পালিয়ে যায়। তার পরেও আমরা তাকে ধরার জন্য ইন্টারপোলকে চিঠি দিয়েছি, তখন ইন্টারপোল বলল আমাদের কোর্টের আদেশ দেখাও। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ক্ষমতার বলয় ভাঙ্গা সম্ভব, তবে সবার একটি কমিটমেন্ট থাকতে হবে। যদি ৫০ শতাংশ সমন্বয় করে কাজ করে তাহলে এই শক্তির বলার ভাঙ্গা সম্ভব, তবে হয়তো একটু সময় লাগবে। দুর্নীতি দমন কমিশনের ট্রায়ালে কত বড় বড় লোকের সাজা হয়েছে, এটা তো সম্ভব হয়েছে।
খোন্দকার ইব্রাহিম খালেদঃ
(২২:০৭:২১) দেশপ্রেম আছে কি নাই এটা দেখার কোন ব্যাপার না, এখানে দেখা যায় আইন ভঙ্গ হল কিনা? কারণ তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশের বাইরে যেতে পারবেন না, তিনি কি করে গেলেন? আমার প্রশ্নটা এখানে। এখানে দেশপ্রেমের কোন প্রশ্ন নাই। সেটা কি তদন্ত করা হয়েছে, কারা কারা তাকে এখান থেকে চলে যেতে সাহায্য করেছে, কি করে গেল? নিষেধাজ্ঞা যদি অমান্য করে সরকারের থাকার অর্থ কি হয়? সরকারের সেখানে কেন হবে? তারপরে আরো প্রশ্ন আছে (২২:০৭:৫৩)।
(২২:৩৩:৫০) ক্ষমতা না থাকলেতো আপনি প্রজেক্টই পাবেন না, কিছুই পাবেন না। সেজন্য এই যে ক্ষমতা এই ক্ষমতা ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা বলা মুশকিল কিন্তু এক ধরনের অদৃশ্য ক্ষমতা তাদেরকে একত্র করে। যার মধ্যে যারা ক্ষমতায় বসে আছেন রাজনৈতিকভাবে তাদের লোকও থাকে, তাদের ছায়াতে অন্য লোকেরাও থাকে। ওইটা এত সাংঘাতিক আমি একটা ছোট উদাহরণ দেই এটা অনেক বড় হয়ে যায়। মাঝেমধ্যে খবরের কাগজে দেখেছি যে রাজস্ব বোর্ড এবং কাস্টমস বিভাগে একজনকে মেরে ফেলেছে, কেন মেরে ফেলেছে? সে ধরেছিলো। তো ধরে ফেলার ফলে তাকে হত্যা করা হয়েছিল, এরকম ঘটনা কিন্তু ২/৩টাই আমরা খবরের কাগজে কয়েক বছর আগের ঘটনা, এটা একটা ছোট উদাহরণ। এর থেকে আপনি যদি উপলব্ধিকে প্রজেক্ট করেন তাহলে বুঝতে পারবেন। ওই বলয়ের বাইরে কিছু করতে গেলে ওই বলয় এতই শক্তিশালী যে আপনাকে মেরে না শুধু গুম করে দিলেও কিছু হবে না, আর ওই বলয়টা আইনের উর্ধ্বে, সবকিছুর উর্ধ্বে (২২:৩৪:৫৬)। (২২:৪৮:৩৪) আরেকটা হল যে ক্ষমতার দাপট আরেকটা বলি যেমন দুদক শক্তিশালী অনেক কাজ করেছে সবই সত্যি কিন্তু বেসিক ব্যাংকে যেখানে শতকরা ৮০ ভাগ টাকা মেরে নিয়ে গেছে সেখানকার চেয়ারম্যানকে তার টিকি টি পর্যন্ত ধরতে পারেন নাই। কারণ ওই সক্ষমতা দুদক অর্জন করে নাই, মানে অতটা সাহস নেই বা অতটা সক্ষমতা নেই (২২:৪৮:৫৬)।
মোহাম্মদ তৌহিদ হোসেনঃ
(২০:২৯:৫৯) এখানে আরেকটি প্রশ্ন আছে আমি কিন্তু এটা প্রথমেই বলছি যে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে এতে কোন সন্দেহ নেই এবং তারা যোগসাজশও করেন। যোগসাজশ কখনো ইচ্ছা করে করেন, বেনিফিটের জন্য করেন, কখনো কিন্তু বাধ্য হয়েও করেন। আমি এইটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আমার পরিচিতর মধ্যে আছেন যারা যোগসাজশ না করার কারণে চাকরিতে টিকতে পারেন নাই, এরকম ঘটনাও আছে।
ইব্রাহিম খালেদ সাহেবও আমার বিশ্বাস উনি কোলাবরেট করবেন। আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করলে এই কাজগুলো ঠিক করা যাবে কিনা? অবশ্যই যাবে কিন্তু সরকারি কর্মচারীদের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় (২২:৩০:৩৫)। (২২:৩১:৪১) শুধু এমপি, মন্ত্রীর প্রশ্ন না ক্ষমতার বলয়টাও কিন্তু মন্ত্রী, এমপির বাইরেও আরো অনেক বড়। সেই ক্ষমতায় বলয়ের সাথে যখন আপনি কোন সংঘাতে যাবেন আপনার জন্য জীবন খুব কঠিন হয়ে যাবে, এটা নিশ্চিত (২২:৩১:৫০)। (২২:৩২:০০) একটা প্রশ্ন যে নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের সংখ্যা যথেষ্ট তারা এধরনের দুর্নীতি করেন এবং হয়তো তাদের প্রচুর অর্থকরীও দেশের বাইরে আছে কোন সন্দেহ নেই (২২:৩২:০৮)।