সম্পাদকীয় সময় ২২০০ ঘটিকা ০১ ডিসেম্বর ২০২০
2020-12-01 22:00:00
নিলোফার চৌধরী মনিঃ
(২২:১২:১৮) সরকারের যখন সমস্যা থাকে তখন সরকার নতুন নতুন ইস্যু ধরে আবার নতুন ইস্যু যদি নাও থাকে তখন তারা নতুন ইস্যুর জন্ম দেয়, যেমন জঙ্গিবাদের জন্ম (২২:১২:৩১) । (২২:১৩:১১) মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কোথাও আমরা এক ইঞ্চি জায়গা খালি রাখবো না। আমরা চাষাবাদ করবো আবার হঠাৎ করে চাষাবাদের পাশাপাশি মূর্তির চাষাবাদ কেন দরকার পড়লো (২২:১৩:২২) । (২২:৩০:২৮) হেফাজতে ইসলাম এটা কার সৃষ্টি। একটা সময় বর্তমান সরকার বানিয়েছেন ও তাদেরকে আশকারা দিয়েছেন এমনকি শফি হুজুরকে চেয়ারম্যান করেছেন আবার অনেক অনেক সুযোগ-সুবিধাও দিয়েছেন কিন্তু পরবর্তীতে যখন কিছুটা মতের অমিল হয়েছে তখন তেতুল হুজুরও বলেছেন। পরবর্তীতে আমরা ৫ই মে জঘন্য অবস্থা দেখেছি। এরপরে তেঁতুল হুজুর বা আপেল হুজুর অথবা মিষ্টি হুজুর হয়ে গেছে (২২:৩১:০০) । (২২:৩৬:৩০) বাংলাদেশে এখন আওয়ামী লীগদের কোন খাওয়া নেই এমনকি তারা ভাগ পাচ্ছেন না কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসেছে তারাই হালুয়া-রুটি ভাগাভাগি করছে। যারা একটা পুলিশের চাকরি দিয়ে ২০ বা ৩০ লাখ টাকা দিচ্ছে আবার যারা একটা পিয়নের চাকরি দিয়ে ৫০ বা ৬০ লাখ টাকা নিচ্ছে যেমন, মালেকের মতো একজন স্বাস্থ্যের ড্রাইভারের হাজার কোটি টাকা থাকছে এমনকি সম্রাট, শামীমের ঘুষ দেয়ার জন্য দুজন ইঞ্জিনিয়ারকে পনের’শ কোটি টাকা দিচ্ছে তাই তাদেরই ভাস্কর্য দরকার অন্য কারো নয় (২২:৩৬:৫৮) ।
অসীম কুমার উকিলঃ
আমি এই বিজয়ের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ৩০ লাখ শহীদদেরকে যাদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এবং এই মাসে আমরা বিজয় অর্জন করেছি। তেমনিভাবে এই মাস আসলেই রাজনৈতিক অপশক্তিরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সোচ্চার হয়ে ওঠে। তারাই স্বাধীনতা বিরোধী যারা দেশবিরোধী ফলে তারাই এই ধরনের আন্দোলন করে। তবে এ ধরনের আন্দোলন যারা করে তারা দেশের ভালো চায় না বা জনগণের ভালো চায় না তবে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের আন্দোলন সংগ্রাম করে থাকে।
রুহিন হোসেন প্রিন্সঃ
(২২:১৮:৫২) আমাদের দেশ একটা অগণতান্ত্রিক পরিবেশে চলছে তাই একটা সুষ্ঠু রাজনীতি বাতাবরণ নাই এমনকি আমাদের রাজনৈতিক সহমর্মিতাও নেই। এই ধরনের একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে শুধু এই রকম না রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নেই (২২:১৯:০৭) ।