টেবিল টক এশিয়ান টিভি ১৯০০ ঘটিকা ০১ ডিসেম্বর ২০২০
2020-12-01 19:00:00
লে. জেনারেল (অব) এম হারুন-অর-রশিদঃ
বিজয় মানে গৌরব, বিজয় মানে আনন্দ, আজকের এই দিনে যারা বিজয় ছিনিয়ে এনেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা। বাঙালি জাতির অস্তিত্ব শুরু হয়েছে ১২’শ শতাব্দীর দিকে। সেই থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির অস্তিত্ব ছিল এবং সেই অস্তিত্ব এখনো পর্যন্ত টিকে আছে। এতবছরের ইতিহাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো এই বিজয় এবং এই বিজয়ের পিছনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মীর মোস্তাক আহমেদ রবিঃ
আমি এই বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার সাথে আমি স্মরণ করছি ৩০ লাখ মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এবং অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। তাই বিজয় মাস আসলেই আমাদের মনের ভিতর কেমন যেন একটা অনুভূতি তৈরি হয় ফলে মনে হচ্ছে আমরা স্বাধীন।
মোবাশ্বের হোসেনঃ
এই মাসটি হচ্ছে বিজয়ের মাস এবং এই মাস আমাদের কাছে সবচেয়ে বেদনাদায়ক মাস। আমরা ঢাকায় ডিসেম্বর মাসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানের আর্মি অর্থাৎ রাজাকাররা যে রকম অন্যায়-অত্যাচার করেছে তার অনেকাংশেই কমে এসেছিল এই ডিসেম্বর মাসেই কিন্তু প্রতি রাতেই তারা বাংলার বিশেষ বিশেষ ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। এই বাঙালি জাতিকে তারা মেধাশূন্য করতে পারলেও বাঙালি জাতিকে তারা হারাতে পারেনি।