সমসাময়িক বিষয় নিউজ এন্ড ভিউজ, বাংলাভিশন টিভি ০০০১ ঘটিকা ০১ ডিসেম্বর ২০২০
2020-12-01 00:01:00
আমিনুল ইসলামঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, উদযাপন কমিটির পক্ষ থেকে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রী একটি ভাস্কর্য নির্মাণের কথা বললেন, তখন উগ্র সাম্প্রদায়িক শক্তি এই ভাস্কর্য নিয়ে নানান ঘোলা করতে চাচ্ছে। বাংলাদেশে এর আগেও ভাস্কর্য নিয়ে বিভিন্ন কথা হয়েছে, ২০০১ সালে বিএনপি'র আমলে দেখেছি দেশের যিনি গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারি করেছিলেন জিয়াউর রহমান, তার অনেকগুলো ভাস্কর্য হয়েছে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে একটি কথা কেউ বলেনি। আজকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাবে, সেখানে কিন্তু সরকার কোন ধরনের ঘোষণা দেয়নি যে এখন থেকে বঙ্গবন্ধুর উপাসনা করতে হবে এবং আমাদের গৌরবের যে অতীত, যার নেতৃত্বে আমরা গোলামের জীবন থেকে মুক্তি পেয়েছি, সেই মানুষটির স্মৃতি সংরক্ষণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণেই এই ভাস্কর্য। সরকার নতুন করে পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আপনি সেখানে দেখবেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই এবং মনোনয়ন দান, ক্যাম্পেইন সবকিছুই হচ্ছে, তাহলে ভোটের প্রতি মানুষের আগ্রহ না থাকলে জায়গাটা তৈরি হচ্ছে কিভাবে?
জোনায়েদ সাকিঃ
ভাস্কর্য সারা পৃথিবীতে শিল্প হিসেবে স্বীকৃত, এটা বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য আছে, এখন বাংলাদেশের মুসলমানদের একটা গোষ্ঠী বা কোন দল মনে করেন ভাস্কর্য আর মূর্তি এক এবং ইসলামের সাথে সাংঘর্ষিক এটা তাদের নিজস্ব ভাষা, এটা তাদের একটা বিশ্বাস। আমাদের সঙ্কটের জায়গা হচ্ছে কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়, বিভাজনের যে রাজনীতি সেটা বাংলাদেশকে বিপদের মুখে ফেলবে এবং বিভাজন এর বিপরীতে জনগণের মধ্যে ঐক্য, দেশের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের একমাত্র পথ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমাদের আসলে ঠিক করা দরকার রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রটি আমরা কিভাবে পরিচালনা করতে চাই এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সংগ্রামের যে ঐতিহ্য, সেখান থেকে আমরা কি প্রতিশ্রুতির উপর দাঁড়িয়েছি, সেই দিক থেকে আমাদের একটা গণতান্ত্রিক অধিকারের উপরে রাষ্ট্র পরিচালিত হবে সেটাই লক্ষ লক্ষ মানুষের রক্তের ঋণ। সেনাবাহিনী সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, নিঃসন্দেহে সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী, আমাদের একটি জাতীয় প্রতিষ্ঠান এবং তার পেছনে আমাদের জনগনের যে অর্থ ব্যয় সেটা বিশেষ উদ্দেশ্যে, তারা যাতে বিশেষ সময়ে, বিশেষ কাজে আমাদেরকে তাদের এই যে প্রশিক্ষণ, তাদের এই যে দক্ষতা, এটা দিয়ে জনগণের কাজে লাগতে পারে, জাতীয় দুর্যোগের জন্য সেনাবাহিনীর অনেক বড় ভূমিকা রয়েছে।