দুর্নীতি দমনে সফলতা কতটুকু? সম্পাদকীয়, সময় টিভি ২২০০ ঘটিকা, ৩০ নভেম্বর ২০২০
2020-11-30 22:00:00
খায়রুল কবির খোকনঃ
বড় বড় রুই কাতলা যারা রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্বে আছেন, সেই সকল বড় বড় ব্যাক্তিদের সাথে সম্পর্ক রয়েছে এই ব্যাংক লুটের সাথে এমনকি শেয়ার মার্কেটের ১ লাখ ১০ হাজার কোটি টাকা লুটপাট করেছে এমনকি ৮০০ কোটি টাকা লুটপাট করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা ফিলিপাইনের ক্যাসিনোতে উড়েছে কিন্তু এটার আজ পর্যন্ত কোন প্রতিবেদন হয়নি । স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা আমরা দেখেছি এবং করোনার নিয়ন্ত্রণে শুধু ব্যার্থ হয়নি বরং তারা এই দুরবস্থায় ভয়াবহ মহামারিতে মানুষ যখন দিশেহারা তখন আমরা দেখেছি কী পরিমাণে লুটপাট করেছে জনগণের টাকা সেই সাহেদ, সাবরিনা এবং মিঠুরা কিন্তু তাদের আশ্রয়-প্রশ্রয় কারা দিয়েছে । একজন বিচারপতি ন্যায়বিচার দেওয়ার কারণে পুরো পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে নির্বাসনে যান তাহলে বুঝতে হবে দেশের পরিস্থিতিটা কোন জায়গায়। কারণ দেশে যেহেতু গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই এমনকি ন্যায়ের শাসনও নাই আবার খুন, গুম, হত্যা ও ধর্ষণ হচ্ছে। দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার নাই বলেই আজকে এই ধরণের ঘটনাগুলো ঘটছে ।
এস এম কামাল হোসেনঃ
দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স অর্থাৎ সরকার যদি বিচার বিভাগে হস্তক্ষেপ করতো তাহলে পাপিয়া বা জিকে শামিম তারা পার পেয়ে যেতো, তাহলে সম্রাটরা বেড়িয়ে আসতো সরকার কাউকে ছাড় দেয়না। কিন্তু তিনটি পরিবার হচ্ছে দুর্নীতিতে সেরা তারমধ্যে খালেদা জিয়ার পরিবার হলো তৃতীয়। যেই বাংলাদেশকে বলা হতো তলাবিহীন আজকে জননেত্রী শেখে হাসিনা যিনি উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির প্রতীক, সেজন্য যুক্তরাষ্ট্রভিত্তিক দা ডিপলোমেটকে আশফাক জামান লিখেছেন বাংলাদেশী দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নৌকার নেতৃত্ব।
নাজমুল হক প্রধানঃ
যেসকল দেশে দুর্নীতি ও রাজনীতি হাত ধরাধরি চলেনা সেগুলো সিঙ্গাপুর হয়। এরশাদ সাহেবের সময় চিৎকার করলাম দুর্নীতি নিয়ে কিন্তু আজকে এর থেকেও বড় বড় দুর্নীতি। এরশাদ সাহেব যেগুলো কল্পনাও করে নাই আমার ধারণা কবরে শুয়ে উনি হাসতেছেন যে আমি যা চিন্তা করতে পারি নাই এরকম ব্যাংক লুটের কাহিনী এখন তার থেকে বেশি হচ্ছে । বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে দুর্নীতি না হলে এই দেশটার আরও উন্নতি হতো। দুর্নীতি হচ্ছে শেখ হাসিনাও স্বীকার করছেন তাহলে দুর্নীতি রোধ করতে পারছেন না কেন? এইটাই হচ্ছে যে দুর্নীতি আর রাজনীতি এখানে হাত ধরাধরি করে চলছে এ কারণেই পারছেন না ।