সংবাদ পর্যালোচনা সংবাদ সম্প্রসারণ,ডিবিসি নিউজ, ২০০০ ঘটিকা ৩০ নভেম্বর ২০২০
2020-11-30 20:00:00
শওকত মাহমুদঃ
এনবিআর আয়কর রিটার্নের সময় ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন এই সিদ্ধান্তটি অবশ্যই প্রশংসনীয় একটি সিদ্ধান্ত। এই জন্য প্রশংসিত কারণ করোনা মহামারির কারণে অনেকেই আয়কর রিটার্ন ঠিকভাবে দাখিল করতে পারেনি। তবে রিটার্ন দাখিল করার জন্য যে ব্যবস্থাপনা ছিল সেটা কিন্তু ছিলো অপ্রতুল। বুতের সংখ্যা কম হওয়ার কারণেই আজকের শেষের দিন এত ভিড় হয়েছে। যদিও এনবিআর সেই ব্যাপারটি আগে থেকে বুঝতে পারেনি। তবে আয়কর রিটার্নের সময় বাড়িয়ে জনসাধারণের দুর্ভোগ অনেকটা কমেছে। আমি মনে করি সিদ্ধান্তটি জনসাধারণের জন্য একটি স্বস্তিকর সিদ্ধান্ত। তবে এনবিআর আয়কর রিটার্নের সময় বৃদ্ধি করেছে সেটা যদি আগে জানিয়ে দিত তবে আজকে অফিসে এত ভিড় হতো না। দেখুন এবার ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে মানুষের যে ধার-কর্জ করতে হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। করোনার কারণে মানুষের আয়ের উপরে একটি প্রভাব পড়েছে এবং সংসার চালাতেও অনেকেই হিমশিম খাচ্ছেন। তার পরেও যে সবাই কর দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছেন এটা একটি ভালো সংবাদ।
অধ্যাপক ড. শফিউল আলম ভূইয়াঃ
ট্যাক্স রিটার্ন এর ক্ষেত্রে উন্নত দেশগুলো ভিন্ন পন্থা অবলম্বন করে সেই দেশে নিম্ন আয়ের লোকেরা যখন ট্যাক্স দেয় তখন সরকারিভাবেই তাদেরকে কিছু মওকুফ করা হয়। তবে ট্যাক্স রিটার্ন এর ক্ষেত্রে গতকালকে পর্যন্ত আমরা শুনেছি সময় বৃদ্ধি করা হবে না তবে আজকে গিয়ে দেখা গেলো সময় বৃদ্ধি হয়েছে। আমি নিজেও কিন্তু খুব তাড়াহুড়ো করে সকালে ট্যাক্স রিটার্ন এর কার্যক্রমটা সমাধান করেছি। তবে ট্যাক্স রিটার্ন করে রাষ্ট্রের কাছ থেকে আমরা কি ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের কি উন্নয়ন হচ্ছে সেটা যদি প্রচার প্রচারণার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় তাহলে ট্যাক্স প্রদানে সবাই আরো উৎসাহিত হয়।বাংলাদেশ পুলিশ কিন্তু সাধারন মানুষের বাইরের কেউ নয়। সাধারণ মানুষের মধ্যে মাদকের যে প্রবণতা আছে কিছু কিছু পুলিশ এর মধ্যেও সেই প্রবণতা লক্ষ করা যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ প্রশাসন ও একটা উদ্যোগ গ্রহণ করেছে সেটা অবশ্যই একটি ভালো দিক।