কোন পথে রাজনীতি। টেবিল টক এশিয়ান টিভি ১৯০০ ঘটিকা ৩০ নভেম্বর ২০২০
2020-11-30 19:00:00
শহীদুল ইসলাম বাবুলঃ
আওয়ামী লীগ এখন তার সঠিক জায়গায় নেই। মানুষকে নিয়ে যদি তাদের আন্দোলন ও মানুষকে নিয়ে যদি তাদের স্বপ্ন হয় আবার মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই যদি তাদের ঠিকানা বা কর্তব্য হয়ে থাকে তাহলে আমি বলবো আজকের আওয়ামী লীগ শাসকদল তারা তাদের ঠিক জায়গায় নেই । শাসক দলের লোকেরা আকার-ইঙ্গিতে বা কারণে-অকারণে ও সময়-অসময়ে উন্নয়নের গল্প-টল্প বলে। এই যে গণতন্ত্রহীনতা তাদের যে এই অপশাসনীয় নির্বাচনী পদ্ধতি ফলে আমাদের নতুন প্রজন্ম ১০ কি ১২ বছর যাবত যারা ভোটার হয়েছে তারা একটিবারের জন্যও ভোট দিতে পারেনি । বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনা বা ভোটকেন্দ্রে যায় না। আওয়ামী লীগের প্রতি তাদের সর্বোচ্চ অনাস্থা প্রদর্শিত করেছে, এটা প্রমাণিত সত্য ।
মনিরুজ্জামান মনিরঃ
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করে আসছে। আজকের এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে হয়েছে। এই মহামারির দুর্যোগকালীন সময়ে আমাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা বিপর্যয়ে চলে যায়নি কেননা সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র শেখ হাসিনার কারণেই।
শরিফুজ্জামান শরীফঃ
বিশ বছর আগে বাংলাদেশের অবস্থা যেমন ছিল কিন্তু আজ সেই অবস্থায় নেই অর্থাৎ আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশে আজও পর্যন্ত যতো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। বড় বড় যে কোন সংগ্রামের সবকিছুতেই ছাত্রদের অংশগ্রহণ ছিলো অনিবার্য।