নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ২৯ নভেম্বর ২০২০
2020-11-29 00:00:00
সৈয়দ ইশতিয়াক রেজাঃ
করোনা আসার আগে তখনো কিন্তু বলা হয়েছিল আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই, আমাদের কোন যন্ত্রপাতির অভাব হবে না, চিকিৎসার অভাব হবে না, হাসপাতালের বেড এর অভাব হবে না, আইসোলেশন এর অভাব হবে না এবং তারপর আমরা ভয়ঙ্কর করুণ চিত্র স্বাস্থ্যব্যবস্থা আমরা দেখলাম, পৃথিবীর মধ্যে বাংলাদেশে বেশি সংখ্যক চিকিৎসক মারা গেছেন। এইযে একটা বিশাল জনস্বাস্থ্য সমস্যা, এই জনস্বাস্থ্য সমস্যাটাকে যে জনগণকে যেভাবে সম্পৃক্ত করা প্রয়োজন এটা শুরু থেকেই করা হয়নি, ভুল বার্তা জনগণের কাছে গিয়েছি, দায়িত্বশীল জায়গা থেকে বলা হয়েছে করোনা আমাদের কিছুই করতে পারবে না, আমরা করোনার চেয়ে শক্তিশালী এবং ভ্যাকসিন নিয়ে এত কথা সারা পৃথিবীব্যাপী হচ্ছে, সেখানে কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ভ্যাকসিন লাগবেনা বাংলাদেশে। বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে দেরিতে হলেও ওবায়দুল কাদেরের বক্তব্যকে আমি ধন্যবাদ জানাই এবং একই সাথে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ থেকে শুরু করে চট্টগ্রামে যে ছাত্র পরিষদ নেমে এসেছিল রাজপথে তাদেরকে আমি অভিনন্দন জানাই, যখন সুপ্রিমকোর্টের প্রাঙ্গণ থেকে জাস্টিসিয়া ভাস্কর্য হেফাজত ইসলামের প্রেসারে সরিয়ে নেওয়া হলো, আমরা তখনই বলেছিলাম এরা একদিন পেয়ে বসবে ঘাড়ের উপরে, সেই কারণে এখন তারা বঙ্গবন্ধু ভাস্কর্য কে সরাতে বলছে। আজকে যে শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গা তে ফেলে দিতে চায় তারা কিন্তু বাংলাদেশকে চায় নাই এবং বাবুনগরীর যে হেফাজত এটি কিন্তু একটি অংশ, সুতরাং এখানে কি ধরনের পরিকল্পনা চলছে সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যেকোন মুহূর্তে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আমি মনে করি সরকারের কঠোর অবস্থানে যাওয়া প্রয়োজন, সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করতে হবে।
শেখ হাফিজুর রহমান কার্জনঃ
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের তরফ থেকে যে সমস্ত নির্দেশনা আসে সবাই যেন মেনে চলে, সেটা নিশ্চিত করার জন্য যে সমস্ত পদক্ষেপ দরকার বা যে ধরনের সংস্থা দরকার তার ঘাটতি আছে এবং বিভিন্ন দেশে যেভাবে করোনা মোকাবেলা করছে আমাদের সেই পদ্ধতি অবলম্বন করা দরকার। আমার কাছে মনে হয় বাংলাদেশ নানা কারণে হেফাজত ইসলামের সাথে আপস করলেন, সে তো আপনার রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে, তারপর আপনি তাকে আপস করে, তার পরামর্শ অনুযায়ী রবীন্দ্রনাথের কবিতা একদম বাদ দিয়ে দিলেন, তার পরামর্শ অনুযায়ী কাজী নজরুল ইসলামের কবিতার শব্দ পরিবর্তন করে ফেললেন এবং আপনার উচিত ছিল এখানে যেহেতু সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গি, আপনার উচিত ছিল সেটাকে দুর্বল করা, আপনার উচিত ছিল মাদ্রাসার সিলেবাস সেটাকে আধুনিকায়ন করা। আপনি দেখেন যে ১৯৭৫ সালের পরে সাংস্কৃতিক আন্দোলন অনেক দুর্বল হয়েছে, গত দেড় দশকে জনপ্রশাসনে বাজেট বেড়েছে, বিচার বিভাগের বাজেট নেই, বিশ্ববিদ্যালয়ে বাজেট নেই এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, বিপদে-আপদে সবচেয়ে বেশি আওয়ামী লীগের পাশে ছিল সাংস্কৃতিক নেতাকর্মীরা। দর্শনের ব্যাপারে গণতন্ত্রের একটি প্রধান পূর্ব শর্ত হচ্ছে আপনার স্থানীয় সরকার খুব শক্তিশালী থাকতে হবে এবং এরশাদ সাহেবকে যতই সমালোচনা করি তার ওই বিষয়টা খুবই প্রশংসনীয় উদ্যোগ ছিল, তিনি উপজেলা পরিষদ করে স্থানীয় সরকারকে মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল।