সম্পাদকীয় সময় ২২০০ ঘটিকা ২৮ নভেম্বর ২০২০_
2020-11-28 22:00:00
ব্যারিস্টার রুমিন ফারহানাঃ
(২২:০৪:২৮) ১০ বছরে সাড়ে ৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল এই ব্যাপারে তো আমরা কোন টু শব্দ উচ্চারণ করতে দেখলাম না। এই বৃহৎ অংকের টাকাটা পার হতে ১০ বছর লেগেছে, এই ১০ বছরে সরকার কি করল? (২২:০৪:৪২) । (২২:০৫:০৬) এই দেশে হুন্ডি ব্যবসা কারা করে, এটা গভমেন্ট জানেনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানেনা, গোয়েন্দা সংস্থা জানে না, এই কথা কেউ বিশ্বাস করবে না (২২:০৫:১৭) । (২২:১৬:৩৫) ইয়াবা ব্যবসা একটা বড় ব্যবসা, গত ১০ বছরে ফুলেফেঁপে এমন অবস্থায় গেছে যে এর হেডকোয়ার্টার যিনি নিয়ন্ত্রণ করেন তিনি সংসদে ২ বার চলে গেছেন। ৫ টি সংস্থার রিপোর্টে তার নাম আসছে, তারপরও তিনি সংসদ সদস্য ছিলেন। পরে অবশ্য সরকার একটু লজ্জা হয়েছে, তাকে সংসদ সদস্য পদ থেকে সরিয়ে দিলেন। কিন্তু তার স্ত্রী এখন সংসদে আছে অর্থাৎ ইয়াবা ব্যবসায়ীর সাথে যুক্ত বলে সরকারি ৫ টি সংস্থায় যার নাম এসেছে তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই ব্যক্তি কি করে সাংসদ থাকেন (২২:১৭:০৪) । (২২:১৭:১৮) পাপুলের কথা নাকি বাংলাদেশের সংসদ জানেই না। এই সরকার, এই সংসদ, এই রাষ্ট্রব্যবস্থা, এই রাষ্ট্রকাঠামো, এই রাষ্ট্রযন্ত্র নিয়ে আপনি যুদ্ধ করবেন টাকা পাচারের বিরুদ্ধে। যুদ্ধ করবেন দুর্নীতির বিরুদ্ধে, যুদ্ধ করবেন অশুদ্বের বিরুদ্ধে। তাকে শুদ্ধ করবার জন্য এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু না (২২:১৭:৪০) । (২২:১৮:১৬) আমরা কিন্তু একজন বাকপ্রতিবন্ধীকেও সংসদে নিয়ে গেছি, হাজী সেলিম এত বড় দল আওয়ামী লীগ এত তাদের নেতাকর্মী, এখন নাকি কলাগাছ ঝাকি দিলেও আওয়ামী লীগ পাওয়া যায়। তারা একজন কথা বলার লোক, ওই জায়গা থেকে নমিনেশন দিতে পারলোনা, হাজী সেলিম কি দিতে হলো (২২:১৮:৩১) ।
সুভাষ সিংহ রায়ঃ
আমাদের দেশে এই করোনাকালীন সময় হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছে এবং এই করোনাকালীন সময় আমাদের অর্থনৈতিক দুর্বল হয়ে পড়ে নি। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারনে এবং আমি ধারণা করি আজ থেকে ১০ থেকে ১৫ বছর পর বাংলাদেশে কোন অন্যায় অত্যাচার থাকবে না। কারণ আজকে তথ্যপ্রযুক্তি আমরা যেভাবে ব্যবহার করছি, তার কারণে আমাদের অন্যায়-অত্যাচার আর থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় যে গুলো দেখি সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যাবস্থা গ্রহন করব।
জাকারিয়া কাজলঃ
বিদেশে টাকা পাচার এই ১০ বছর বা ১২ বছর ধরে হচ্ছে না। এটা অনেকদিন ধরে হয়ে আসছে, তবে এখন আশার বিষয় হচ্ছে যে এখন যারা বিদেশে টাকা পাচার করছে সেগুলো আলোচনায় আসছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেটা আমরা অতীতে দেখিনি, প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে এখন আর লুকিয়ে করার কিছু নেই। প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে আমরা এই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।