সংবাদ পর্যালোচনা, একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ২৬ নভেম্বর ২০২০
2020-11-26 23:40:00
জাহিদুল হাসান পিন্টুঃ
ম্যারাডোনা এমন একজন প্লেয়ার যাকে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু নেই। তিনি এমন একজন মানুষ যার জন্য সারা বিশ্ব কাঁদে। ম্যারাডোনাকে আমি যতদূর চিনি উনি কাউকে পরোয়া করতেন না, মুখের উপর সবকিছু বলে দিতেন। ১৯৮৮ থেকে ওয়াসা ঢাকার জলবদ্ধতা রোধে কাজ করছে তবে কখনোই সফল হতে পারেনি এবং এর দায় দায়িত্ব নেয় নাই। যদি ঢাকা সিটি কর্পোরেশন সফল হয় তবে ওয়াসার বিরুদ্ধে মামলা করা উচিত। আমি মনে করি ওয়াসা, ডেসার সব দায়িত্ব সিটি করপোরেশনকে দিয়ে দেয়া উচিত। প্রাথমিকভাবে যে চিকিৎসক এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার ওপরই দায়িত্ব বর্তায়। রাষ্ট্রও দায় এড়াতে পারে না। গোল্ডেন মনিরের মত অনেক মনির আমাদের সমাজে রয়েছে তবে দেখার বিষয় রাষ্ট্র এদের বিচার করতে চায় কি না। দুর্নীতি দমন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমনে বদ্ধপরিকর। আজকে শুনলাম সিঙ্গাপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ৮ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে, এই টাকা আনা খুবই জটিল এবং কষ্টসাধ্য ব্যাপার।
স্থপতি মোবাশ্বের হোসেনঃ
ম্যারাডোনা এতো বড় একজন প্লেয়ার যার ভক্ত পুরো পৃথিবীতেই রয়েছে। আমি নিজেও তার একজন বড় ফ্যান। তার খেলা দেখার জন্য ধার-দেনা করে টিভি কিনেছিলাম। ম্যারাডোনাকে দেখে বোঝা যায় তার মধ্যে জাতি-ধর্ম-বর্ণের কোনো বিভেদ নেই। আমি মনে করি আজ এলজিআরডি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপটিকে আমি আরো সুদূর প্রসারী হিসেবে চিন্তা করতে পারি। আমরা সবসময় বলেছি, নগর সরকারের কোন বিকল্প নাই।
পৃথিবীর অনেক দেশেই নগর সরকারের হাতে অনেক দায়িত্ব রয়েছে। ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে হলে পানিকে নদীতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ঢাকা শহরে অনেক বক্স কালভার্ট রয়েছে যেগুলো আবর্জনা দ্বারা পরিপূর্ণ, এগুলোকে পরিষ্কার করে পানি যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।
রফিক সরকারঃ
গত দুই তিন দিন আগে একাত্তর টিভিতে প্রতিবেদনটি প্রচারের পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনটি দেখার পর তিনি নিজেই শাহবাগ থানায় মামলা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এর আগে আমি শাহবাগ থানায় অনেক বার ঘুরেছি কিন্তু থানা মামলা নেয়নি। আমার কাছে মনে হয় আমার মায়ের কিডনি ভুলবশত কেটে ফেলা হয়নি। ইচ্ছে করে অন্য কোথাও প্রতিস্থাপন করা হয়েছে। আমি মনে করি এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে আমি ৩০২ ধারায় মামলা করতে চাই।
পারভেজ রেজাঃ
আমার রিপোর্টটি প্রচার হওয়ার পরে মানবাধিকার কমিশন থেকে জানতে চাওয়া হয়েছে কেনো দুবছর ধরে মামলাটি নেয়া হয়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি নোটিশ জারি করা হয়েছে। মানবাধিকার কমিশন জানতে চেয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসতে কেনো দুবছর সময় লাগলো। আমি যখন এই রিপোর্টটি করি তখন অভিযুক্ত চিকিৎসককে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি সরাসরি অস্বীকার করেছেন। এখন পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
মোহাম্মদ খুরশীদ আলম খানঃ
আজ আদালত গোল্ডেন মনির এবং তার স্ত্রীকে সম্পদের হিসেব দেয়ার জন্য নোটিশ জারি করেছেন। তারা জবাব দিলে আদালত তা বিচার বিশ্লেষণ করে দেখবেন, তারা যে তথ্যটা দিয়েছে সেটা সঠিক কিনা। তিনি যে অর্ধ-সম্পত্তির মালিক সেটা তার জ্ঞাত-আয়বহির্ভূত ৱ কিনা কিংবা অবৈধ কিনা আদালত সেটাও বিচার-বিশ্লেষণ করবে। আপনারা জানেন ২১ দিনের মধ্যে সম্পদের বিবরণী দেয়ার নির্দেশ রয়েছে। দুদকে কেউ যদি অভিযোগ দায়ের করে, তবে দুদক সেটা গুরুত্বের সাথে গ্রহণ করে। অভিযোগের যদি কোনো সূত্র না থাকে তবে দুদক এগোতে পারে না। টাকা বিদেশে চলে যাচ্ছে এটা বন্ধ করতে অবশ্যই ডিটেকশনকে ইউনিটকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
মোয়াজ্জেম হোসেন খানঃ
আমার ছেলে কোনো অপরাধ করেনি, চাকরি ছেড়ে দেয়ার পর থেকেই আমার ছেলের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। আমার ছেলের বিরুদ্ধে গাড়ি চুরি করার মামলা দেয়া হয়েছে। তবে যখন গাড়ি চুরি হয়েছে তখন আমার ছেলে ঢাকায় ছিল, সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট দেখা গিয়েছে এবং তা প্রমাণ হয়েছে। আমরা ইতিমধ্যে আঠারোটি মামলার জামিন নিয়েছি তবে একটির পর একটি মামলা দেয়ার কারণে আমার ছেলে বের হতে পারছে না।