ফুটবলের ঈশ্বরের প্রস্থানে, সম্পাদকীয় সময় ২২০০ ঘটিকা ২৬ নভেম্বর ২০২০
2020-11-26 22:00:00
রুম্মান বিন ওয়ালি সাব্বির
ম্যারাডোনা একজন ডিফরেন্ট টাইপ ফুটবলার। তার সাথে অন্য কারোর তুলনা হবে না। তিনি তার খেলার জাদুতে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পৃথিবীতে অনেক ফুটবলারের জন্ম হয়েছে কিন্তু ম্যারাডোনা তাদের চাইতে একটু ভিন্ন। তার খেলার স্টাইল, চলাফেরা ও সবকিছুই অন্য কোন ফুটবলারের চেয়ে একটু আলাদা। ম্যারাডোনা একজন পপুলার ফুটবলার, বর্তমানে ম্যারাডোনার মতো ফুটবলার খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার। কষ্টের ব্যাপার কেন বলছি, ম্যারাডোনার মতো ফুটবলে হয়তবা পৃথিবীতে আবার জন্ম নিবে না।
বিপ্লব ভট্টাচার্যেঃ
ম্যারাডোনা পৃথিবীতে নেই, সেটা কেউ বিশ্বাস করতে পারছে না। ম্যারাডোনার শুধু একজন আর্জেন্টিনার ফুটবলার ছিল না, তিনি ছিল সারা বিশ্বের একজন জনপ্রিয় ফুটবলার। আমার কাছে মনে হচ্ছে অন্য কোন ফুটবলার ম্যারাডোনার কাছাকাছি যেতে পারবে না, ম্যারাডোনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সারা বিশ্বে। ম্যারাডোনার খেলার স্টাইল অন্য যে কোন ফুটবলার চেয়ে আলাদা। ম্যারাডোনার মৃত্যুতে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। ম্যারাডোনার হাত দিয়ে গোল করেছিল সেটি শুধু গোলরক্ষক আর ম্যারাডোনাই জানত কিন্তু তিনি সেটি পরে স্বীকার করেছেন যে আমি আমার দলকে জয়ের জন্য হাত দিয়ে গোল করেছি।
সাজিদ মুস্তাহিদঃ
ম্যারাডোনার মৃত্যুর খবর যখন আমি প্রথম শুনতে পাই, তখন আমি সেটাকে বিশ্বাস করতে পারিনি। তারপরে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখতে পারি যে, না এটা সত্যি। ম্যারাডোনা যখন মারা যায়, তার চিকিৎসার তখন ব্রিফ করছিল। তার আশেপাশের ৫০ থেকে ৬০ জন সাংবাদিক দাঁড়িয়েছিল। করোনা এই মহামারীর মধ্যেও ম্যারাডোনাকে মানুষ ভুলে যায়নি, ম্যারাডোনার মৃত্যুটা অপ্রত্যাশিত। ফুটবল হাত দিয়ে গোল করা একটা ক্রাইম কিন্তু এটা ম্যারাডোনার করেছে, সারা বিশ্বের মানুষ এটাকে পজিটিভ নিয়েছে এবং নেগেটিভ নেয়নি কেউ। আমি মনে করি, এখানেও ম্যারাডোনার একটা সার্থকতা।