নারীর অধিকার; মাদারীপুরে আইন-শৃঙ্খলা ও সামাজিক বিধি নিষেধ; এবং বাংলাদেশ পেতে যাচ্ছে ৭ কোটি ভ্যাকসিন; ধর্ষণ নাকি নারী নির্যাতন?একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ২৫ নভেম্বর ২০২০
2020-11-25 23:40:00
শাহানাজ বেগমঃ
এমন যুগে আমরা বাস করছি, মাঝে মধ্যে মনে হচ্ছে সত্তরের দশক থেকেও বাংলাদেশ পেছনের দিকে যাচ্ছে কিনা? যে সমস্ত অর্জনগুলো দীর্ঘ সময় ধরে নারী সমাজ আন্দোলন করে অর্জন করেছিল এবং প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে অন্যতম হল; ধর্ষকের শাস্তি নিশ্চিত করা এবং তার প্রতি স্বজনপ্রীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকতে পারবে না। নীলফামারীতে যে ঘটনা ঘটেছে সে বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমি একাত্তর টিভির মাধ্যমে মাননীয় আদালত কে অনুরোধ করবো যাতে আদালত এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেন যাতে ধর্ষণের মাত্রা শূন্যের কোঠায় চলে আসে। সরকারকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে কেউ কোনো নারীকে ধর্ষণ করতে গেলে হাজার বার চিন্তা করে।
রহিমা খানঃ
আপনারা জানেন শীত মৌসুমের শুরু হতেই আমাদের দেশে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।করোনাভাইরাস মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের নির্দেশনা আসছে প্রতিদিন এবং আমরা তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।যুব সমাজকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে কারণ তারা বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দেয়। বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে এবং ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা এদেরই বেশি থাকে। তাছাড়া বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে শিশু-কিশোর বেশি লক্ষ্য করা যাচ্ছে। সবদিক বিবেচনায় রেখে আমরা শিশু কিশোরদের জন্য এ বিধিনিষেধ প্রণয়ন করেছি। এছাড়াও শিশু-কিশোররা যখন আড্ডা দেয় তখন তাদের বিভিন্ন ধরনের বদ অভ্যাস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অতঃপর যুবসমাজকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য আমরা আলোচনা সাপেক্ষে এই বিধি নিষেধ গুলো প্রণয়ন করেছে।
ডা. হাবিবুর রহমানঃ
অতি দ্রুত বাংলাদেশ ড্যাবের থেকে প্রায় সাত কোটি ভ্যাকসিন পাবে যা বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ। এ বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ সরকারের দ্বারা চূড়ান্ত হয়েছে। যেহেতু বিশ্বের কোথাও এখনো ভ্যাকসিন প্রদান করা শুরু হয়নি। এখন পর্যন্ত সকল ভ্যাকসিন গুলো পরীক্ষার দ্বিতীয় ধাপ অতিক্রম করছে। তবে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষের দিকে দেশে ভ্যাকসিন চলে আসবে। সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ভ্যাকসিন সংরক্ষনের প্রচেষ্টা। ভ্যাকসিন গুলো অন্তত মাইনাস-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। এ ফ্রাকশন সংরক্ষণ প্রক্রিয়ার জন্য সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আগাম প্রস্তুতি নিচ্ছেন এবং আমি আশা করি ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় আমাদের কোনো ত্রুটি থাকবে না।
সাথী আক্তারঃ
আমি ধর্ষণ হওয়ার পরে এখানকার থানায় গিয়ে ওসির সাথে কথা বলি এবং সে আমার কাছে এক লাখ টাকা দাবি করে। আমি সেখানে আইনের আশ্রয় নিতে গিয়েছিলাম অথচ এই ওসি আমার মামলাটি গ্রহণ করতে চায়নি। অতঃপর আমার উপরে অনেক নির্যাতন চালায় এবং জোর করে একটি কাবিননামা করা হয় যেখানে ৩১ হাজার ১০ টাকা কাবিন ধার্য করা হয়। আমি যে ধর্ষণ মামলা টা দিয়েছিলাম এই কাবিন এর মাধ্যমে সেই ধর্ষন মামলাতে উঠিয়ে দিয়ে নারী নির্যাতন মামলা নেয়া হয়। আমি নির্যাতনের সুষ্ঠু বিচার চাই যা আমার সাথে হয়েছে তা যেন আর কোনো নারীর সাথে না ঘটে।
অশোক কুমার পালঃ
যিনি ধর্ষণ হয়েছেন সেই ধর্ষিতা মুমূর্ষ অবস্থায় সৈয়দপুরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি ছিলেন। সচরাচর এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অর্থাৎ নারী ধর্ষণ মূলক যে বিষয়গুলো রয়েছে গুলোতে আমি হাসপাতালে সাথে সাথে ছুটে যাই। এই ধর্ষিতার বেলায়ও আমি হাসপাতালে গিয়েছিলাম দুজন সাংবাদিক এবং আমার সহকারিকে নিয়ে। যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য সৈয়দপুর পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আসামির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে ব্যবস্থা করবে।এই ঘটনার জন্য নারী নির্যাতন আইনে একটি মামলা হয়েছে যে মামলার বাদী হলেন ভিকটিম সাথী বেগম। এই মামলায় তিন জনকে আসামি করা হয়েছে যাদের একজন জামিনে মুক্তি পেয়েছে। আমরা এখনও এই মামলাটি আত্ম প্রান্ত বিশ্লেষণ করছি এবং চেষ্টা করছি যাতে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়।