ড্যাপ বিতর্ক, মুক্তবাক চ্যানেল ২৪ ২৩০০ ঘটিকা ২৫ নভেম্বর ২০২০
2020-11-25 23:00:00
স্থপতি মোবাশ্বের হোসেনঃ
বিশদ অঞ্চল পরিকল্পনা যারা করেছেন তারা অবশ্যই বিশেষজ্ঞ কিন্তু যখন সমগ্র মানুষকে নিয়ে কাজ করতে হয় তখন অনেক জিনিস পর্যালোচনা করতে হয়। ১৯৭৩ সালে আমার সৌভাগ্য হয়েছিলো বঙ্গবন্ধুর সাথে যুদ্ধবিধ্বস্ত দেশ নতুন করে তৈরি করার পরিকল্পনা করার জন্য। আমার আজও মনে আছে বঙ্গবন্ধু বলেছিলেন বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সমগ্র বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করো, না হলে কিন্তু বিপদ আছে। আমরা ধরে নিলাম এই ড্যাপটি পৃথিবীর সব থেকে সুন্দর পরিকল্পনা! এতে কি হবে? সারা দেশের মানুষ এই ঢাকাতে আসবে। তারা এই পরিকল্পনাটি তৈরি করছেন জনঘনত্ব কমানোর জন্য, তাহলে কি জনঘনত্ব কমবে? না বাড়বে? ঢাকায় প্রতিনিয়ত ৫ লক্ষ লোক আসছে এটা বন্ধ করতে হলে আমরা কি করতে পারি? ডিসেন্ত্রালাইজ করতে পারি। প্রত্যেকটি ডিভিশনাল সেন্টারকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। রাজউক স্বয়ং ফ্লাটের ব্যবসা শুরু করেছে, রেগুলাটরি বডি যদি ব্যবসায়ী চিন্তায় এসব করে তাহলে এটা ব্যবসায়ই মুখ্য হবে।
ড. আদিল মোহাম্মদ খানঃ
রাজধানী ঢাকার প্রায় ১৫’শ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা করা হয়েছে, সেটা রাজউকের মাধ্যমে গণ শুনানিতে উপস্থাপন করা হয়েছে। বিশদ অঞ্চল পরিকল্পনার একটি বিশাল ক্যানভাস এই বিশাল ক্যানভাসে বিভিন্ন এলাকার বৈচিত্র আছে। এই পরিকল্পনাটা যেমন ব্যাপক এটা নিয়ে আমাদের আলোচনাও ব্যাপক। যে কোন পরিকল্পনায দিন শেষে মানুষের স্বার্থের বিষয়টি এসে যায় এবং স্বার্থের বিষয় আসলেও এই ক্যানভাসে অনেক পরিবর্তনও আসে, এটাই পরিকল্পনার সুন্দর অংশ।
অধ্যাপক ইশরাত ইসলামঃ
বিশদ অঞ্চল পরিকল্পনা হচ্ছে একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার প্রথমেই আছে অবকাঠামোগত পরিকল্পনা। এটার উপর ভিত্তি করেই আসলে বিশদ অঞ্চল পরিকল্পনা হবার কথা। বিশদ অঞ্চল পরিকল্পনায় আবাসন, জলাভূমি, পরিবহন সহ অনেকগুলো মূলনীতি ছিলো। এই মূলনীতিগুলো বাস্তবায়নের মত উপযোগী করে পরিকল্পনা উপস্থাপন করার কথা কিন্তু এগুলো নিয়ে অনেক অসঙ্গতি চলে আসছে। পরিকল্পনার ডেনসিটি জোনিং এবং বিল্ডিংয়ের উচ্চতার বিষয়টি জনগণকে খুব নাড়া দিয়েছে। জনঘনত্ব নিয়ন্ত্রণ করার বিষয়টি খুবই প্রশংসনীয় কিন্তু বিল্ডিংয়ের উচ্চতায় নিয়ন্ত্রণ না করেও অন্যকোন উপায় নিয়ে ভাবার দরকার ছিলো। জলাভূমির ব্যবস্থাপনার কথা এখানে যেভাবে বলা হয়েছে সেটা ভয়ংকর। আমি মনে করি আমাদের জলাভূমি নিয়েও গভীর ভাবে ভাবতে হবে।