আবারো তৃণমূলে ভোট। টেবিল টক এশিয়ান টিভি ১৯০০ ঘটিকা ২৫ নভেম্বর ২০২০
2020-11-25 19:00:00
হাবিবুর রহমান হাবিবঃ
(১৯:০৮:১৮) নির্বাচনে অংশগ্রহণ করতেও আমাদের কোন অসুবিধা নেই এমনকি ভোট পেতেও আমাদের কোন সমস্যা নেই কিন্তু ভোট ব্যবস্থাই তো নেই (১৯:০৮:২৬)। (১৯:০৮:৪১) নির্বাচন কমিশন তো সরকারের অধীনস্থ আমরা যদিও বলি আলাদা কিন্তু আলাদা না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের একজন এসআইকে ধমক দেওয়ার সুযোগ নাই এমনিক একজন প্রিসাইডিং অফিসারকেও বাহির করে দেওয়ার সুযোগ নাই (১৯:০৮:৫৩)। (১৯:২৯:৩৩) সময় আসবে এই যে ৫% বা ১০% যেসব এলাকায় ভোট কাস্ট হচ্ছে সেখানে যে লাখ লাখ টাকা খরচ হচ্ছে নির্বাচন কমিশন এবং প্রশাসন এর জন্য এর হিসাব কিন্তু একদিন দিতে হতে পারে (১৯:২৯:৪৬)। (১৯:৩০:১৪) ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত এই যে যেগুলো উপনির্বাচন হয়েছে, প্রত্যেকটি আওয়ামী লীগের অফিস ভাঙ্গে, অফিসে আগুন দেয়, পোস্টার ছিড়ে এবং ব্যানার পোড়ায় সমস্ত কিছুই প্রশাসনের লোক আওয়ামী লীগের সাথে করে এমনকি আওয়ামী লীগ তো করেই যেটা আমি হলফ করে বলবো (১৯:৩০:২৯)।
ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীঃ
ভোটের দিন কয়েক হাজার লোক নিয়ে একজন প্রার্থী যখন আরেকজন প্রার্থীর সাথে হেন্ডশেক বা কোলাকোলি করছেন এতে করে করোনার ব্যাপারে সচেতন থাকতে হবে। তবে সেক্ষেত্রে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় কিন্তু কিছু তো মানতে হবে। তবে নির্বাচন কমিশন তাদের আচরণবিধিতে সামাজিক দূরত্ব মানার ব্যাপারটি অন্তর্ভূক্ত করতে পারেন। অনেকক্ষেত্রে বিএনপির প্রার্থী যখন বুঝে যায় তার জয়টা খুবই অনিশ্চিত তিনি তখন সেখানে হতাশ হয়ে যান, এটা বিএনপির জন্য যেমনি ভালো না তেমনি দেশের জন্যও ভালো না এমনকি আওয়ামী লীগের জন্যও ভালো না। বিরোধী দল যে জয়লাভ করতে পারে এমনটা না থাকলে ভোটের থেকে মানুষের আগ্রহ কমে যায় ফলে আমরা কাদের নিয়ে রাজনীতি করবো।
সুভাষ সিংহ রায়ঃ
বাংলাদেশের এখন যে নির্বাচন ব্যবস্থাপনা রয়েছে সেটা পৃথিবীর যে দশটি দেশে উন্নত নির্বাচনী ব্যবস্থা রয়েছে বলে ধরা হয় সেগুলোর মধ্যে বাংলাদেশ পড়বে না ঠিকই কিন্তু সবচেয়ে খারাপ যে দশটি দেশের নির্বাচনী ব্যবস্থা সেটাতেও বাংলাদেশ পড়বে না। বিএনপি কখনই ক্ষমতায় গিয়ে অথবা ক্ষমতার বাইরে থেকেও জনগণের জন্য কাজ করেনি। সব যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে করতে হয় তাহলে বিএনপির মতো রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দল তারা কি করছে।