একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ২৪ নভেম্বর ২০২০
2020-11-24 23:40:00
প্রণব সাহাঃ
জঙ্গি তৎপরতা যে থেকে গিয়েছে বা আমার সকল জঙ্গিকে নির্মূল করতে পেরেছি এটা কখনো দাবি করার যৌক্তিকতা ছিলনা এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেটাই বলে যে নিয়ন্ত্রণে আছে কিন্তু সম্পূর্ণ জঙ্গি নির্মূল হয়েছে তা কিন্তু নয়। হলি আর্টিজান থেকে আমরা দেখছি যে জঙ্গিরা কিন্তু অনলাইনে সক্রিয় থাকে, তাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জঙ্গিদের নির্মূল করতে হবে। ড্যাপ যে আমাদের রাজধানীবাসীর সকলের দরকার এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছেনা।
স্থপতি ইকবাল হাবিবঃ
আসলে জমির দাম এই নগরিতে প্রচন্ড এবং পৃথিবীর সবচেয়ে জনঘনত্বের শহরে পরিণত হওয়ার কারণেই জমির অধিকার জনগণের হাতে নেই। মাত্র ৩১-৩৫ শতাংশ মানুষের হাতে ঢাকার সমস্ত জমি এবং সেই সংখ্যায় একটা বড় গোষ্ঠীর হাতে ঢাকার জমিগুলো চলে গেছে। পূর্বাচলের মতো একটি প্রকল্পে মাত্র ৬.৪ শতাংশ জায়গা রাখা হয়েছে দরিদ্র মানুষের আবাসনের জন্য। এমন একটা ভাব যেন এই নগরিতে ৬.৪ শতাংশ দরিদ্র বসবাস করে কিন্তু আমরা জানি ৪০ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করে।
ড. মোহাম্মদ মহিউদ্দিনঃ
আপনারা জানেন যে আমরা গত ৮ই মার্চ থেকে আমাদের ভ্যাকসিন প্রজেক্টের কাজ শুরু করি এবং আমরা প্রথম দফায় ক্লিনিক্যাল স্টাডির একটা রেজাল্ট নিয়ে আমরা ২ জুলাই বিশ্ববাসীকে আমাদের ভ্যাকসিন সম্পর্কে অবহিত করি। আমরা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআরবির সাথে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করি এবং ওনারা তাদের ইনটার্নাল প্রসেস এর মধ্যে আছে।
অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদঃ
বাংলাদেশে করোনা ব্যাপক হারে বাড়ছে এবং চট্টগ্রামে যেখানে আমরা ৪০,৫০ বা ৭জন শনাক্ত করেছিলাম প্রায় একমাস যাবৎ। আজকে যেটা হয়েছে আমরা ১৩৩৫ জন পরীক্ষার মাধ্যমে ১৮৩ জন শনাক্ত করেছি এবং এর মানে হচ্ছে প্রায় ৩-৪ গুণ বেড়ে যাচ্ছে। পুরো দেশের মতোই করোনার অবস্থা চট্টগ্রামে আসলে খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি করোনায় আক্রান্ত রোগীদের শনাক্ত না করি করোনা কিন্তু কাউকেই ছাড়বে না।
ড. শফিক রহমানঃ
গতকাল আমেরিকার জিএসএ সংস্থাটির ডিরেকটর যখন একটি মেমো রিলিজ করলো এবং বলা হলো যে এখন বাইডেন তার ট্রানজেশন শুরু করতে পারে, এই খবরটি সবার জন্য একটা স্বস্তি দায়ক হয়েছে। এই সংস্থা থেকে প্রতয়ন না পাওয়ার আগ পর্যন্ত বাইডেনের সম্ভাব্য প্রশাসন যেটা সামনে হবে তারা কিন্তু কোন রকম কাজ শুরু করতে পারছিল না।