২৪ ঘন্টা যমুনা টিভি ২৩০০ ঘটিকা ২৪ নভেম্বর ২০২০
2020-11-24 23:00:00
আহমদ হোসেনঃ
সাহেদ একজন দুর্নীতিবাজ এবং সাহেদের সাথে আজ আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্পষ্ট বলেছেন যে, দুর্নীতি প্রশ্নে আমার কোনো আপোষ নেই এবং একেবারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতিবাজ যেই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে, দুর্নীতিবাজ যদি পার্টির অভ্যন্তরীণ কেউ বা বাহিরের কেউ হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা হবে এবং দুর্নীতিবাজদের কখনোই ছাড় দেওয়া হবে না। সম্রাট বলেন, সাহেদ বলেন ও যুবলীগের আরো কিছু ছিল, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কিন্তু আওয়ামী লীগ কখনোই ছাড় দেয়নি এবং যুবলীগের পুরাতন কমিটি ভেঙে নতুনভাবে কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি যেই করুক না কেন সে কখনো আওয়ামী লীগের হতে পারেনা, আওয়ামী লীগের আদর্শে গড়ে উঠতে পারে না এবং দুর্নীতি যারা করে তারা অবশ্যই আওয়ামী লীগের আদর্শ বিরোধী কর্মী।
ব্যারিস্টার রুমিন ফারহানাঃ
(২৩:০৯:১১) হাজী সেলিমের এই অসম্ভব রকম ক্ষমতা কি একদিনে তৈরি হয়েছে? না এবং এই তৈরির পিছনে তার যে রাজনৈতিক নিরবিচ্ছিন্ন ভাবে তাকে ক্ষমতায়ন করা হয়েছে, পৃষ্ঠপোষকতা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃষ্ঠপোষকতা করেছে, প্রশাসন পৃষ্ঠপোষকতা করেছে। কারণ যেহেতু ১ দশকের বেশি সময় ধরে একটি রাজনৈতিক দল বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় জোর করে বলেন, বিনা ভোটে বলেন, যাই বলেন না কেন, টিকে আছে। সেই তো সেই দলটির সরাসরি আশীর্বাদ পুষ্ট বলেই কিন্তু আজকে হাজী সেলিম, হাজী সেলিম হতে পেরেছে (২৩:০৯:৪২) ।
(২৩:১৩:০১) কি ভয়ঙ্কর অসুখ যে তারা যখনই ধরা পড়ে হাজার কোটি টাকার মালিকরা তার গিয়ে হাসপাতালে আশ্রয় নেয়, হাসপাতলে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকে। এখানে যদি সরকারের প্রত্যক্ষ মদদ না থাকে, সরকারের আশীর্বাদ না থাকে, সরকারের উচ্চ স্তরে যারা ক্ষমতায় বসে আছেন তাদের প্রত্যক্ষ মদদ না থাকে তাহলে তো এটা হতে পারে না (২৩:১৩:২২) । (২৩:৫১:৫৪) ২০১৪ থেকে জনগণের সাথে একটি বিচ্ছিন্নতা এই সরকারের তৈরি হয়েছে এবং জনগণের ভোটের সঙ্গে এই সরকারের সরকারে থাকবার কোনো সম্পর্ক নাই। সে কারণেই আমলা বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন তারাই কিন্তু সরকারকে টিকিয়ে রেখেছে। সুতরাং এখন তাদেরকে আপনি কোটি টাকার গাড়ি দিবেন এবং নানা ধরনের সুবিধা দিবেন (২৩:৫২:১০) ।
সৈয়দ ইশতিয়াক রেজাঃ
(২৩:১৬:৫৮) এখন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলির বরং আমি বলব যারা ক্ষমতায় ছিল ও যারা এখন ক্ষমতায় আছেন তাদের উভয়ের দিক দিয়ে একটা বড় ধরনের জনগণের জন্য দুর্ভাগ্যের জায়গা এটি যে, তারা পাড়ায় পাড়ায় বা জেলায় জেলায় পরিচিত দুর্বৃত্তদেরকে দলে জায়গা দিয়েছে এবং দলে জায়গা দিলে যা হয় সেটাই সেই চিত্রটাই কিন্তু গোল্ডেন মনিরের মধ্যে দেখি, সম্রাটের মধ্যে দেখি, হাজী সেলিমের মধ্যে দেখি সেটাই কিন্তু আমরা নানা সময়ে নানা যুগের দেখে থাকি (২৩:১৭:২৭) । (২৩:১৭:৩৬) আজকে যে গোল্ডেন মনিরের কথা বলা হচ্ছে, তার কথা যদি আপনি যদি স্বাভাবিক ভাবেই চিন্তা করেন একটা লোক এতো দুর্বৃত্ত যার অধীনে যার মালিকানায় ২শ প্লোট আছে। সেকি একা এই কাজটি করতে পারে? নিশ্চয়ই পূর্ত মন্ত্রণালয় শীর্ষ ব্যক্তিদের সহায়তা ছাড়া এটি সম্ভব নয় (২৩:১৭:৫৫)