একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ২৪ নভেম্বর ২০২০
2020-11-24 20:00:00
মোঃ এমদাদুল ইসলামঃ
ঢাকা শহর অনেক পরিকল্পিত শহর হওয়ার কথা ছিল কিন্তু সেই রকম হয়নি। ১৯৯৫ সালে ঢাকার জন্য মহাপরিকল্পনা করা হয়েছিল কিন্তু বিভাগীয় মূল যে প্লান যেটার আলোকে বিভিন্ন এলাকা বাস্তবায়ন হবে সেটার প্লানটা তৈরি হয়েছে আরো অনেক পরে। বস্তিতে যে আগুনের ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পূর্ণ অপরিকল্পিত এলাকা, সুতরাং বস্তির আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব ব্যাপার। আমাদের আইন আছে কিন্তু সেই আইনের সঠিক বাস্তবায়ন নেই। রাজউক প্ল্যান পাস করার পরে সেটা মনিটরিংয়ের কোন রকম পদক্ষেপ নেই।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইনঃ
ঢাকা শহর একটা অত্যন্ত জনবহুল শহর। ঢাকা শহরের কিছু অংশ পরিকল্পিত এবং কিছু অংশ অপরিকল্পিত, আমরা ঢাকা শহরে সার্ভে করে যেটা দেখতে পাচ্ছি ঢাকা শহরের প্রায় অর্ধেকেরও বেশি স্থাপনাতে পরিকল্পিতভাবে কোন অগ্নি নির্বাপণ ব্যবস্থা হয়নি। পুরোন যেসব স্থাপনা আছে সেখানে অপ্রতুল এবং নতুন কিছু স্থাপনা আছে সেখানে মোটামুটি সন্তোষজনক কিন্তু এটার পরিমান অত্যন্ত কম। প্ল্যান পাস করে রাজউক আর আমাদের কাজ হলো আমরা অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকমতো আছে কিনা এবং যেসব ষড়ঞ্জাম থাকা দরকার সেটা আছে কিনা ওটা দেখব।
মুস্তাফা খালীদ পলাশঃ
ঢাকা শহর অপরিকল্পিত হওয়াতেই কিন্তু আজকে শহরের ঘনত্বটা বেড়েছে। একটি গোষ্ঠী যে ড্যাপ রচনা করছে আসলে সেটা মাত্র ১৫ বছরের জন্য মাত্র, একটা ভিশন শুধুমাত্র ১০-১৫ বছরের জন্য আমরা এগিয়ে যাই। সেইরকম একটা ভিশন নিয়ে দেশ চলতে পারে না, একটা পরিবার চলতে পারেনা কিন্তু একটা ছোট প্রতিষ্ঠান চলতে পারে। তাই একটি দেশের ভিশন হতে হবে আরো দীর্ঘসময়ের জন্য। ১৯৫২ সালের অ্যাক্টে বলা ছিল যে ২০ ফিট রাস্তা থাকতে হবে এবং সেটা এখনো বলবৎ আছে কিন্তু এই বিষয়টি এইবারের ড্যাপে বাতিল করা হয়েছে।