সম্পাদকীয় সময় ২২০০ ঘটিকা ২৩ নভেম্বর ২০২০
2020-11-23 20:20:00
হাবিবুর রহমান হাবিবঃ
(২২:০৬:৩১) একটা নির্বাচন কি এই সরকার, সেটা উপনির্বাচন বলেন আর ২০১৮ সালের নির্বাচন বলেন, একটা নির্বাচনী এলাকায় মামলা ছাড়া নির্বাচন করেছে? মামলা দিয়ে এলাকা তছনছ করে দেয়। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একসাথে গিয়ে বাড়ি বাড়ি হামলা করে (২২:০৬:৪৮)। (২২:১৫:৩৮) এখন যে পৌরসভা নির্বাচন হবে সেটায় দলিও প্রতিকটা পেলেই সে পাশ। এই কনসেপ্টটা আসতোনা যদি দলীয় প্রতীক না থাকতো (২২:১৫:৫০)। (২২:১৬:১৬) প্রশাসনের দায়িত্ব হয়ে যায় যে নৌকাকে জিতাতে হবে কিন্তু নৌকাকে কোনভাবে হারানো যাবেনা (২২:১৬:২০)। (২২:৩০:৪৫) আওয়ামী লীগের নৌকা পাওয়া মানেই জিতা এটা তার সম্পত্তি হয়ে গেল এই করোনাকালীন সময়ে গাছের চাষ শিখতে গেছে ৩২ জন। আমি তো মনে করি হেরোইন ও ইয়াবা খাওয়ার জন্য কয়দিন পরে লোক পাঠাবে। কিভাবে ইয়াবা ও হেরোইন সুন্দর করলেন খেলে ক্ষতি হবে না (২২:৩১:০৪)।
সুভাষ সিংহ রায়ঃ
রাজনীতি করতে হলে লড়াই করতে হয় এবং লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিবিদ হওয়া যায় যেমন, মানুষের মধ্যে ঢোকা ও সেবা করা, এই ক্ষমতা সবার থাকে না বরং এই গুণ শুধু শেখ হাসিনার মধ্যে আছে কিন্তু অপরদিকে বিএনপি সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও রাজনীতি করেছেন। আওয়ামী লীগ স্থানীয় সরকারকে নিয়ে ভাবে কিন্তু এর আগে কোনো রাজনৈতিক দল স্থানীয় সরকারকে নিয়ে ভাবেনি। যে যার মতো আগে একটা সিটি কর্পোরেশন পরিচালিত করেছিলো এবং একা একটা আইনেই পরিচালিত হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার এসে এখন সেটিকে নির্দিষ্ট নিয়মে নিয়ে এসেছে।
রুহিন হোসেন প্রিন্সঃ
(২২:২৫:০২) স্থানীয় সরকারকে শক্তিশালী করা সরকারের দায়িত্ব কর্তব্য এটা যদি করতে হয় তাহলে প্রথমে জাতীয় সংসদে যারা সদস্য হন জাতীয় সংসদের সাংবিধানিক যে দায়িত্ব তারা আইন প্রণয়ন করবেন এবং স্থানীয় রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের কাজটা করবেন এমনকি স্থানীয় কার্যালয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা পৌরসভায় তাদের হস্তক্ষেপ চলবে না এটা মুক্ত করা হবে কিন্তু এ ধারাটা নাই (২২:২৫:২৫)। (২২:২৫:৩৩) আমাদের দেশের ভোটের বারোটা বেজে গেছে। মানুষ ভোট দিতে পারে না ভোট দেওয়াটা দেখানো হয় দেখালেও সেই ভোট ঠিকমত গোনা হয়না এমনকি প্রশাসনের কারসাজিতে নির্বাচন অন্য জায়গা চলে যায় (২২:২৫:৪৫)।