একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ২৩ নভেম্বর ২০২০
2020-11-23 20:00:00
. আহসান এইচ মনসুরঃ
করোনার দ্বিতীয় ঢেউটা লাগবে প্রধানত দুই ভাবে, বৈদেশিক বানিজ্য সূত্রে আমাদের এখানে একটা ধাক্কা লাগবে এবং দ্বিতীয় যেটা লাগবে সেটা আমাদের আভ্যন্তরীণ অর্থনীতির উপর। বিশ্ব জুড়েই করোনার ধাক্কাটা কিন্তু ব্যাংকিং খাতের উপর গিয়ে পরে, যখন ব্যবসায় খারাপ হয় এবং অর্থনীতি খারাপ হয় তখন কিন্তু ব্যাংকিং খাত ভালো থাকতে পারে না। এসএমই খাতের জন্য যে টাকা দেয়া হয়েছে সেটা খুবই কম। আমরা যদি এসএমইর সংখ্যা দেখি এবং বেকারত্ব দেখি এবং তাদের বিক্রি দেখি তাহলে বিশ হাজার কোটি টাকা কিন্তু অনেক কম।
এম এ মান্নানঃ
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে যে ধরণের ভীতি দুই মাস আগে ছড়িয়েছিল সারা বিশ্বে কিন্তু সেই মাত্রায় প্রকোপ এখনও হয়নি। আমাদের যেসব প্রবাসীরা বিদেশে যেতে পারেনি সেটা আবার চালু হয়েছে এবং আরব দেশগুলো আবার নতুন করে লোক নিচ্ছে। আমাদের শ্রম বাজার নষ্ট হবে না এর কারণ হচ্ছে আমরা অব্যস্ত এবং ভালো শ্রমিক কমদরে সরবরাহ করে থাকি তাই এই সুযোগ গুলো তারা নিবে। এসএমই খাতের অনেকের কোন ব্যাংক একাউন্ট নেই এবং তারা অনেকে আছে ব্যাংকে যায়ই না তাহলে আমাদের যে প্রণোদনা আছে সেটা ব্যাংক ছাড়াতো দেয়ার কোন উপায় নেই।
এ কে আজাদঃ
ব্যবসায়ীদের মধ্যে তিনটা শ্রেণী আছে একটা বড়, মাঝারী ও ছোট। এই বছর করোনার শুরুতে যেভাবে আমাদের ক্ষতি হয়েছিল এটা জন্য আমাদের কোন অভিজ্ঞতা ছিলনা, যার কারণে লকডাউন পড়লেও আমরা সেই রেজাল্ট পায়নি। আমাদের মূল বাজার হচ্ছে ইউরোপ এবং তারপরে আমেরিকা, গত করোনার প্রথম ঢেউয়ে ইউরোপে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু অনেক বেশি ছিল কিন্তু সেই তুলনায় এখন আক্রান্তের সংখ্যা ও মৃত্যু কম। যার কারণে যে অর্ডারগুলো বাতিল হয়েছিল সেগুলো তারা আবার নিয়েছে কিন্তু অর্ডার কমিয়ে দিয়েছে।
সৈয়দ ইশতিয়াক রেজাঃ
(২০:১৫:২৫) আমি মনেকরি যে করোনার প্রথম ঢেউ কিংবা দ্বিতীয় ঢেউ আমাদের এখানে ঢেউটা কি ছিল সেটাইতো আসলে কখনো পরিস্কার ছিল না। আপনারা আরেক দফা লকডাউনের কথা বলছেন কিন্তু লকডাউন তো বাংলাদেশে একদফাও হয়নাই, বাংলাদেশে যা হয়েছিল সেটা ছিল সাধারণ ছুটি (২০:১৫:৪০)। (২০:১৫:৪৪) যে কোন গণস্বাস্থ্য মহামারির ক্ষেত্রে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হলো তথ্য। আমার এখানে অর্থনীতির কি হাল করেছে করোনা সেটার জন্য যে তথ্য সেটাও আমাদের কাছে সেইভাবে পরিস্কার না (২০:১৫:৫৫)।