তৃতীয় মাত্রা চ্যানেল আই ০১০৫ ঘটিকা ২৩ নভেম্বর ২০২০
2020-11-23 01:00:00
আহসানুল ইসলাম (টিটু) এমপিঃ
রাজনীতি মানে শুধু ভোট এবং সরকার এগুলোই না। রাজনীতি মানে অর্থনৈতিক প্রগতি, সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি, সামগ্রিক বিষয় গুলো দেখতে হবে। আমরা স্বাধীনতার আগে বা ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমরা যে অবস্থায় ছিলাম সেখান থেকে আজ ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরের কাছাকাছি সময়ে আমাদের অবস্থানটা অনেকটা ভালো আছে। সাধারণ মানুষের যে বর্তমান অবস্থা সেখান থেকে আমরা অনেক দূর এগিয়েছি এখন। যে পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি সে পাকিস্তান থেকে আপনি যেকোন প্যারামিটারে যদি আজকে আমাদের চিন্তা করেন সেটা গণতন্ত্রের উত্তরণ বলেন, অর্থনৈতিক উত্তরণ বলেন, সামাজিক সুযোগ বলেন সবদিক থেকে আমি মনে করি যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। পাকিস্তান থেকে সবকিছুতেই আমরা অনেক ধাপ এগিয়ে আছি। মানুষের মতামতের ভিত্তিতে দেশ, জাতি এবং রাষ্ট্র পরিচালনা করা হয়। জনগণ বিএনপির পক্ষে থাকবে কিভাবে? বিএনপির প্রতি জনগণের তো কোন আস্থা ই নেই। জিয়াউর রহমান কি করেছেন? উনি তো বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন এম্বাসিতে চাকরি দিয়ে গেছেন।
হাবিবুর রহমান হাবিবঃ
(০১:১১:২৬) পৃথিবীর কোথায় আছে যে নির্বাচনের আগে প্রত্যেকটি এলাকায় মামলা দিয়ে দেয় ৫/৭/১০ টা করে। এই যে ঢাকা ১৮ নির্বাচন হলো কয়দিন আগে মামলা দিল, ৩৩৫ জনকে আসামি করলো, এলাকা ছাড়া করে দিল।(০১:১১:৩৮)। (০১:১১:৪৪) কোথায় আছে এ দেশ? কোন দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একজন প্রার্থী সম্বন্ধে একটা আসনের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলেছে বলতে পারবেন? পৃথিবীর এমন একটি দেশ দেখাবেন? দেখাতে পারবেন না। আমার দেশের এই দেশের প্রধানমন্ত্রী যদিও রাতের বেলা ভোট কেটে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে তারা সংসদে গিয়েছেন (০১:১২:০৫)।
(০১:১৩:৪৪) আমার প্রতীক, আমার যে স্টিকার গাড়ির আমারটাও দেয় নাই, আমার প্রধান নির্বাচনী এজেন্ট তার নামে দুইটা মামলা দিয়েছে, একটা ১ নম্বর, দুইটা ২ নম্বর, খামাখা অফিস পুড়িয়ে, নিজেরা পুড়িয়ে আমাদেরকে মামলা দিলো যে সে জানতে পারল না। বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে ভোট কেন্দ্র দখল করেছে (০১:১৪:০১)। (০১:২৪:২৩) ৭২ এর সংবিধান কোথায়? কোথায় সমাজতন্ত্র, কোথায় গণতন্ত্র, কোথায় আপনার ধর্ম নিরপেক্ষতা? আজকে রাষ্ট্রে কি আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরিবর্তন করছে? রাষ্ট্রীয় ধর্ম কি ইসলাম? কোথায় ৭২ এর সংবিধান কোথায়? কোথায় সমাজতন্ত্র? এজন্য কি দেশ স্বাধীন হয়েছিল? (০১:২৪:৪৩)। (০১:৪৪:৩১) এখনো সময় আছে আমি বলব, এখনো সময় আছে আওয়ামী লীগ সোজা রাস্তায় আসুক। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিক। দিতেই হবে একদিন। তা না হলে আওয়ামী লীগকে বড় ধরনের মাশুল দিতে হবে। জনগণকে বেশিদিন আটকে রাখা যাবে না (০১:৪৪:৪২)।