জনতন্ত্র গণতন্ত্র নিউজ ২৪ ২০০০ ঘটিকা ২২ নভেম্বর ২০২০
2020-11-22 20:00:00
শামীম ওসমানঃ
বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে, আসলে এই কথাটি বলার অধিকার তাদের আছে কিনা? যে দলটি স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিষ্ঠিত করে এই রাষ্ট্রে। আর যা কিছুই হোক আমার মনে হয়না বিএনপির মুখে স্বাধীনতার কথা শোভা পায়। যে দলটি স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে সেই দলটিকে স্বাধীনতা বিকৃত করার অপরাধে অপরাধী করাকে জনগণের কাছে দুঃসাহস বলে মনে হবে। নিতাই রায় চৌধুরী সাথে যে মহিলার ফোন আলাপ হয়েছে সেখান থেকে এটা বোঝা যায় সেখানে নিতাই রায় চৌধুরী তিনি সরাসরি বা কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন না কিন্তু সেই মহিলার কথা থেকে বোঝা যায় পার্টি অফিসের সামনে গাড়িতে আগুন দেয়ার সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল। জননেত্রী শেখ হাসিনার পুরো পরিবারকে হত্যা করা হলো কিন্তু এটি যদি আমার বা আপনার কারক পরিবারের সাথে হতো তাহলে হয়তো আমিও পাগল হয়ে যেতাম না হলে যারা হত্যা করছে তাদের হত্যা করতাম কিন্তু যে ভদ্রমহিলা এখন ক্ষমতায় আছেন জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তেমনটি হননি।
অ্যাড. নিতাই রায় চৌধুরীঃ
(২০:০৯:৪১) প্রথমত পূর্ণাঙ্গ স্বাধীনতার ইতিহাস আমাদের আসা উচিত, সেখানে মওলানা ভাসানীর ভূমিকা, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সেখানে জিয়াউর রহমানের ভূমিকা, সেখানে ছাত্র জনতার ভূমিকা। সবকিছু মিলিয়ে একটা পুরোপুরি একটা ইতিহাস আছে, ইতিহাসটাকে খন্ডিত করা হচ্ছে। সেখানে আমাদের মহাসচিব যেটা বলছে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে কারো ভূমিকা বলা হচ্ছে বড় করে, কারো ভূমিকা একেবারেই নিচে দেয়া হচ্ছে (২০:১০:০৭)।
২০:১০:৪৮) স্বাধীনতার চেতনা হচ্ছে গণতন্ত, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম। আইয়ুব খানের বিরুদ্ধে যে লড়াই বা পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই বা ইয়াহিয়া খানের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইটাই ছিলো ৭০ যে নির্বাচন সেটা মূল মানে ছিল কিন্তু গণতন্ত্রের জন্য। আজকে দেশের মূল বিষয়টা হল গণতন্ত্র কোথায়? সেই গণতন্ত্রের জায়গাটা আনতে হবে (২০:১১:০৮)। (২০:১২:০৭) আর কতদিন এরকম কাদা ছড়াছড়ি? এখানে মূল বক্তব্য হল যে দেশে গণতন্ত্র নাই এবং দেশে মানে জনগণের ভোটে পার্লামেন্ট (২০:১২:২০)। (২০:১৮:২৫) গনমাধ্যমের কর্মীরা বলতে পারে মানে গণমাধ্যমের কর্মীরা বলতে পারে কিন্তু বলছে একটা বাসের কথা কিন্তু বাস পরে দেখা গেছে ৯টা বাসের কথা বলছে। অতএব এই জায়গা থেকে আমাদের পার্টি থেকে বলা হয়েছে যে এটা আওয়ামী সন্ত্রাসীরা বাস পুড়িয়ে বিএনপিকে এখানে মিলিয়েছে (২০:১৮:৪২)। (২০:২২:০৫) বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, একমাত্র ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে পারে। সেই ভোট টাই আমরা নিশ্চিত করতে চাই যে ভোট টা, গণতন্ত্র যে জিনিসটা ধ্বংস হয়ে গেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, বিভিন্ন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন, দুর্নীতি দমন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটি রিস্টোর হওয়া উচিত (২০:২২:২৭)।