টেবিল টক এশিয়ান টিভি ১৯০০ ঘটিকা ২২ নভেম্বর ২০২০
2020-11-22 19:00:00
রুহিন হোসেন প্রিন্সঃ
(১৯:০৫:৪২) এই ৫০ বছরের বাংলাদেশে নিশ্চই এখন যে পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশে এইটা একটা অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশের ঘাড়ে চেঁপে আছে অন্ততপক্ষে একটা নির্বাচনী ধারা ছিলো সেই ধারাটা ধুলিসাৎ হয়ে গেছে অনেকদিন ধরে দেখছি, তার উন্নয়নের কোন অবস্থাই দেখছি না এমনকি মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে (১৯:০৬:০৭)। (১৯:৩৪:০৯) বাংলাদেশে এখন হচ্ছে কী সেটা দেখা দরকার, ভয়ের সংস্কৃতি এমন জায়গায় চলে গেছে যে আপনি আজকে একটা কি কথা বললেন বা না বললেন সেইটাকে ধরে মনিটরিং করে পরবর্তী যে ভুমিকা নেওয়া হচ্ছে ফলে সেইটা থেকে মানুষ তার কণ্ঠ হারিয়ে ফেলছে। তাহলে গণতন্ত্রের একটা বড় কথা যদি হয় আমি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবো। এই মানুষকে নিয়েই তার উন্নয়ন ও অগ্রগতি সবটা নিশ্চিত করবো যাতে করে দেশকে এগিয়ে নেই। দেশকে এগিয়ে নিতে তো মানে দেশের মানুষ, সেই জায়গায়টায় একটা বড় সংকট চলছে বলে আমার মনে হয় (১৯:৩৪:৪১)। (১৯:৫০:২২) দুর্ভাগ্য হচ্ছে মুক্তিযুদ্ধের পরে যে অর্থনৈতিক ধারা আমরা চালু করেছিলাম সেই ধারা ৭৫ এর ১৫ই আগস্টের পরে এটা একটা মুক্তবাজার নামে লুটপাট অর্থনীতির ধারা চলছে এমনকি এখনও পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সেই মুক্তবাজারের নামে লুটপাটের ধারা পরিচালনা করছে (১৯:৫০:৩৮)।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারঃ
(১৯:০৯:১৩) বাসে আগুনে সরকারের লাভ কিন্তু বিএনপির ক্ষতি। বিএনপির ক্ষতি এই জন্য বিএনপিকে জেলে নেওয়া, গুম এবং হয়রানি করার জন্যই এখন সরকার এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এমনকি করেতেছে। কথা হচ্ছিল গণতন্ত্র নিয়ে, আপনি দেখেন কোথায় গণতন্ত্র মসজিদ, মাদ্রাসা এমনকি বাজার কমিটি থেকে আরম্ভ করে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা ও স্থানীয় পর্যায় যে নির্বাচনগুলো সেখানে কোথায় গণতন্ত্র আছে (১৯:০৯:৫০)। (১৯:১০:৪১) এই যে ধানী জমিগুলো ব্যাপারে প্রধানমন্ত্রী বার বার বলছে যে তিন ফসলী জমি ভরাট করা যাবে না অথচ ঢাকার আসে পাশের এলাকায় ড্রেজার লাগিয়ে রাত দিনকে দিন তিন ফসলী জমিগুলো ভরাট করে ফেলছে কিন্তু কারো কোন বক্তব্য নাই (১৯:১১:০৫)। (১৯:২৪:৪৫) দেশবাসী জানে অর্থাৎ এই দেশবাসী মিডিয়াতে দেখেছে এমনকি প্রত্যেকটা লোক জানে যে মানুষ ভোট দিতে পারে না। আবার আগেরদিন রাতে ভোট হয়ে যায়। এমনকি ভোট কেন্দ্রে বিএনপির সমর্থকেরা যেতে পারে না কারণ তাদের পিটায়। আবার এজেন্ট বের করে দেয় (১৯:২৫:০২)। (১৯:৪৪:২৫) রেকর্ড প্রমাণ দিয়ে বলতে চাই স্বাধীনতার যে চেতনা এবং মানুষের যে অধীকার এটা ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ অর্থাৎ এই সরকার। যেমন ধরেন, এই দেশটাকে একটা মগেরমুল্লকে পরিণত করেছে (১৯:৪৪:৪১)।
অধ্যাপক আবদুল মান্নানঃ
স্বাধীনতার পরে আমাদের যে গণতন্ত্রের চর্চা হয়েছিল কিন্তু জিয়াউর রহমান ও এরশাদের কারণে সেটাও নিপাত গিয়েছিল। সেই গণতন্ত্রকে ১৯৯১ সালে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু তৈমুরেরা ৯ বছর শাসনভার পেয়েও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা বলেন, আমি ক্ষমতা চাইনা বরং সেবা করতে চাই। তাই আমরা ক্ষমতায় আছি গণতন্ত্রকে রক্ষা এবং জনগণের সেবা করার জন্য। অনেকদিন ক্ষমতায় থেকে বিএনপি যা সংগ্রহ করেছেন ফলে সেগুলো এখন বসে বসে খাচ্ছেন এবং তারা এখন আরাম আয়েশের মধ্যে চলে গেছেন বলেই আর মিটিং মিছিল করতে পারছেন না।