সমসাময়িক বিষয় ,নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ২২ নভেম্বর ২০২০
2020-11-22 00:01:00
নাজমুল আশরাফঃ
সমাজে একজন মানুষ বছরের-পর-বছর অন্যায় করছেন, অপরাধ করছেন, অবৈধ সম্পদ অর্জন করছেন, প্রভাব বিস্তার করছে কখনো কখনো রাজনৈতিক শক্তি কাজে লাগাচ্ছে এবং তার মাধ্যমে আরও অনেক মানুষ উপকৃত হয় কিন্তু একটি মানুষ বৈধ না অবৈধ সম্পদ অর্জন করছে সেটা ধরার ব্যবস্থা আমাদের নেই। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মানুষের সবকিছু জানতে পারার কথা যেটি আমেরিকাসহ বিভিন্ন দেশে ব্যবহৃত হয় কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশে এত কিছু করছি, এত ভাবে এগিয়ে যাচ্ছি, ফলে দেশের প্রত্যেকটি নাগরিক না হোক অন্তত যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের এই তথ্যগুলো ভান্ডার কেন থাকবে না এবং তার নাম বা আইডি দেয়া মাত্রই সবকিছু কেন বেরিয়ে আসবে না সেই জায়গাগুলোতে আমরা যেতে পারছিনা তার ব্যবস্থা নিতে হবে। জঙ্গী নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য নিয়ে কোন সন্দেহ নেই এটি একটি বৈশ্বিক সমস্যা, আমাদের চেয়ে অনেক ভালো সামর্থ্যবান দেশ দেশগুলো এ ধরনের ঘটনার শিকার হয়, সেই জায়গায় বাংলাদেশ ভালো সাফল্য দেখিয়েছে তার মূল কৃতিত্বটা হচ্ছে আমাদের RAB এর। ২০১৪ সালের পর থেকে নাশকতার রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি সেটি বেশ কয়েক বছর ধরে নেই, সে দিক থেকে মানুষ স্বস্তিতে আছে নিরাপদে আছে এবং এই যে বাস পোড়ানোর ঘটনা এগুলো কারা করেছে তা তদন্ত করে তথ্যসহ আইনে সমর্পণ করবেন, আমরা আগের সেই পুরনো রাজনীতি দেখতে চাই না।
রুহিন হোসেন প্রিন্সঃ
সুশাসন দিতে হলে কতগুলো সংগঠন লাগবে, সেই সংগঠনগুলো অন্ততপক্ষে তারা নির্ভুলভাবে কার্যকর করবে তাহলে তো আর সংকট হয়না কিন্তু আমরা দেখছি শুধু এখনকার সরকার নয়, বিভিন্ন সময়ে যখন যে সরকার এসেছে এ ধরনের সংগঠন কিন্তু গড়ে তুলতে পারেনি। এই ধরনের ঘটনা যদি আপনার ঠিকমতো পরিচালনা করতে হয় তাহলে আমাদের যে সংগঠনগুলো আছে তার একটা নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এই কাজটি নির্দলীয় ভাবে করতে হবে, যদি আমরা মুক্তিযুদ্ধে বাংলাদেশ চাই তাহলে সাংবিধানিক ভাবে যে অধিকার গুলো আছে জনগণের সেটা নিশ্চিত করতে হবে, আমাদের অর্থনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। যদি প্রকৃতপক্ষে আমরা এই ঘটনা আর না চাই এবং ঘটনার নেপথ্যে কি ছিল সেটা যদি উদ্ধার না করতে পারি তাহলে অনেক কিছু হতে পারে এবং বাস পোড়ানোর নিয়ে যে ঘটনাটি ঘটেছিল সেটা সুষ্ঠু তদন্ত করে সবার সামনে আনা দরকার তাহলে এই ঘটনা আর ঘটার সম্ভাবনা কমবে। যারা প্রকাশ্য পরিস্থিতির সুযোগ নিয়ে আজকে ধর্মীয় আলেমরা যার বিরোধিতা করছেন, সেই ধরণের ধর্মকে ব্যবহার করে আমাদের যে মুক্তিযুদ্ধ তার বিরুদ্ধে কথা বলছেন এবং আপনি একটা প্রজেটিভ জায়গা যদি না দেন তাহলে হবে না, এই জঙ্গিবাদকে উৎখাত করতে হলে জঙ্গিবাদের একটা রাজনীতি আছে, সেই রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তা না হলে এরা বেড়ে উঠবে।