নির্বাচন এবং 'সুযোগের অপেক্ষায়' ,সম্পাদকীয় সময় ২২০০ ঘটিকা ২০ নভেম্বর ২০২০
2020-11-20 22:00:00
নিলোফার চৌধুরি মনিঃ
(২২:০৩:২৭) একটা সরকার বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার পাস করবে দিনের ভোটটা আগের দিন রাতে নিবে বারবার পাস করবে আপনার সেটা চোখে দেখেও দেখবেন না (২২:০৩:৩৮) । (২২:২৩:০৮) দিনের বেলা আট-দশটা গাড়ী পুড়লো ভাঙচুর হলো কেউ অসুস্থ হলে না কেউ হতাহত হলো না সবাই নেমে গেল সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা চুপ করে তামশা দেখল কেউ কোনো কথা বলল না অথচ গোয়েন্দা সংস্থা সন্দেহ করছিল এমন ঘটনা ঘটতে পারে দিনের বেলা এত সিসি ক্যামেরা ঢাকা শহর রাস্তাঘাটে কোথায় কোনটাই ধরা পরল না (২২:২৩:৩৩) । (২২:২৫:১৬) আওয়ামীলীগ এটা নিয়ে খেলছে আগুন ছুড়ে খেলছে একবার হেফাজতকে দূরে সরিয়ে দিচ্ছে একবার তেতুল হুজুর বলছে আরেকবার আপেল হুজুর বলে বুকে টেনে নিচ্ছে (২২:২৫:২৫) । (২২:২৬:১৫) দেশের ত্রাণ তো খেয়েছে খেয়েছেই এই সরকারি দল লুটপাট করে ব্যাংকে কোন টাকা নেই দেশের টাকা খেয়ে জার্মানির রাষ্ট্রদূত কমপ্লেন করেছে যে তাদের ত্রাণ চুরি করা হয়েছে (২২:২৬:২৮) । (২২:২৭:০৩) ভোটের অবস্থানটা বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে ইসি মাহবুব সাহেব সেদিন বলেছেন ১২ তারিখে ভোটের অবস্থা জাতীয় নির্বাচনের থেকে আরো আরো নিম্নগামী হয়েছে (২২:২৭:১৫) ।
নাজমা আখতারঃ
বিএনপি সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন। যে কখন একটা দল আন্দোলন শুরু করবে, সেই আন্দোলনের সাথে তারা তাদের নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করে সরকারকে পদত্যাগ করার জন্য বলবে। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা দীর্ঘ ১২ বছর ক্ষমতায় থাকার ফলে দেশ এবং জাতি উন্নতি হয়েছে। বিএনপি বলে তাদের অনেক ভোটার তাদের দেশে জনসমর্থন অনেক বেশি, তাহলে তারা কেন নির্বাচনে ভোট দিতে যাচ্ছে না এবং তারা কেন নির্বাচনে হেরে যাচ্ছে। বিএনপি নেতাদের নীতি এবং আদর্শ কোনোটিই নেই।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীঃ
বিএনপি গত কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ না করে চরম ভুল করেছে, যার মাশুল তাদেরকে এখন দিতে হচ্ছে। এখন বর্তমানে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে যাচ্ছে ঠিকই কিন্তু তারা তাদের নেতাকর্মীদের সেভাবে উজ্জীবিত করে না। তারা নির্বাচন ঢিলেঢালাভাবে করে, তবে এখন যে ভোটাররা ভোট দিতে যাচ্ছে না। ভোট দিতে তাদের অনীহা এটা আওয়ামী লীগ ও বিএনপি এবং জাতীয় পার্টি উভয়ের ক্ষেত্রেই ক্ষতিকর। আমি আশা করি সামনের নির্বাচনে ভোটারদেরকে উজ্জীবিত করতে হবে এবং ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। রাজনীতি যদি নষ্ট হয়, তাহলে রাজনীতিবিদ নষ্ট হয়ে যাবে। রাজনীতিবিদ যদি নষ্ট হয়, তাহলে রাজনৈতিক দল নষ্ট হয়ে যাবে।