সিটি নির্বাচন, টেবিল টক এশিয়ান টিভি ১৯০৫ ঘটিকা ২৮জানুয়ারি ২০২০
2020-01-28 19:05:00
এ বি এম রিয়াজুল ইসলাম কবীর কাওসারঃ
গত কয়েকদিনের ঘটনা বিশ্লেষন করলে দেখা যাবে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী প্রচারণা বেশ শুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। দুই দলই এবার নির্বাচনী প্রচারণা সমান ভাবে করতে পেরেছে। ঢাকার জনগণ ভোট দিয়ে যে রায় দেবে আমাদের দল তা মেনে নেবে। আমাদের দলের প্রধান এবং সাধারণ সম্পাদক স্পষ্টভাবে তা বলে দিয়েছেন। অন্য যেকোন সময়ের তুলনায় এবারের নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে তাদের নিরপেক্ষতা নিয়ে জনগণের কাছে বিন্দু মাত্র প্রশ্ন থাকার কথা না।
নিলুফার চৌধুরী মনিঃ
আমাদের দুই মেয়র প্রার্থীই নির্বাচনী প্রাচারণায় হামলার শিকার হয়েছেন। এবারের নির্বাচনী প্রচারণায় আমাদের উপর অসংখ্য সহিংসতার ঘটনা ঘটছে। সরকারি দল আর ইসি বলছে, নির্বাচনী প্রচারণা বেশ শুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে। খুব সহজেই মিথ্যা বলা এই সরকারের অভ্যাসে পরিনত হয়েছে। গত ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের দলীয় দ্বন্দ্বে ১৩৯ জন মারা গেছে। বিগত নির্বাচনের মত এবারও অভিনবো কায়দায় সরকার নির্বাচনকে প্রভাবিত করার পায়তারা করছে। ইভিএম একটা ফটকাবাজি ব্যবসা। এবারের সিটি নির্বাচনে ইভিএম জালিয়াতি করে, জনগণের ভোটের অধিকার আর একবার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী সরকার। পৃথিবীর ২০৫টি দেশের মধ্যে মাত্র ৪টি দেশে ইভিএম ব্যবহার করে, সেখানে বাংলাদেশ ইভিএম মেশিন নিয়ে আসলো। আমাদের পাশের দেশ ভারত এই ইভিএম মেশিন ভাগাড়ে ফেলে দিয়েছে। ইভিএম মেশিনে প্রোগ্রাম যেভাবে সেট করা হবে, মেশিনটি ঠিক সেই ভাবেই ফলাফল দেবে। ইভিএম দিয়ে বাংলাদেশে ডিজিটালের নামে ডিজিটাল কারচুপি হবে।
এ টি ইউ তাজ রহমানঃ
এদেশের রাজনীতিতে পক্ষে-বিপক্ষে কথা থাকবেই। বাংলাদেশের বৃহত্তম দুই দল সবসময় একে অপরের বিপক্ষে অবস্থান করে থাকে। আমাদের সকলের আশা এবারের নির্বাচনটি শুষ্ঠুভাবে সম্পূর্ন হোক। বিরোধী দল সবসময়ই মনে করে ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে। অপর দিকে ইসিও এমন কিছু কাজ করে, যাতে মনে হয় ইসি সরকারের ইশারায় কাজ করছে। চিরাচরিত এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সরকার চাইলেই একটি স্বাধীন ইলেকশন কমিশন গঠন করতে পারে। এর জন্য শুধু মাত্র সরকারের ইচ্ছায় যঠেষ্ট। যতদিন পর্যন্ত আমরা একদল অন্যদলকে বিশ্বাস করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে এই কাদা ছোড়াছুড়ি থামবে না।