মেয়র মশাই মুন্নী সাহা ইশরাক হোসেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন মেয়র মশাই
2020-01-28 21:10:00
ইশরাক হোসেনঃ
আমার রাজনীতির হাতেখড়ি হয় আমার বাবার হাত ধরে। ছোটবেলা থেকেই আমি রাজনৈতিক পরিবেশে বড় হয়েছি। বাবাকে দেখেছি রাজনীতির মধ্যদিয়ে কিভাবে জনগণের সেবা করতে হয়। সেই অনুপ্রেরণা থেকেই আমার রাজনীতিতে আসা। দেশপ্রেম এবং জনগণের সেবা করার মানসিকতায় আমার মূল লক্ষ্য। আমার বাবা ভালো কাজ করে জনগণের মাঝে জায়গা দখল করে নিয়েছিলেন। ঠিক তেমনিভাবেই আমিও বাবার মত জনগণের মাঝে থাকতে চাই। দূর্শাসন, অপশাসন এবং মানুষের ভোটের অধিকার হরণ করার প্রতিবাদ স্বরূপ গণজোয়ারের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হিসাবে দেখছি। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই সরকার যেভাবে বিগত নির্বাচনগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছে, আমি আসা করি এবার অন্তত সরকার এই কাজটি করবেনা। দেশের জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিবে। আমাদের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি শুধু মাত্র বিএনপির নয়, এই দাবি দেশের সকল নাগরিকের। আমাদের ঢাকা সিটির মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলো একদিনে তৈরি হয় নাই। যানজট, রাস্তা খোঁগাখুড়ি, ডেঙ্গু মশা, পরিবেশ দূষণ নানা রকম সমস্যার মধ্য দিয়ে ঢাকা বাসির জীবন অতিবাহিত করতে হয়। আমার নির্বাচনী ইশতেহারে একটি আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি রয়েছে। এলাকার উন্নয়ণের জন্য জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করব।