নির্বাচনের রাজনীতি, একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ২৬ জানুয়ারি ২০
2020-01-26 20:00:00
দিলীপ কুমার সরকারঃ
অতীতের সকল নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণী নির্বাচন কমিশনের ওয়েব সাইটে দেয়া ছিলো, বর্তমানে ওয়েব সাইটে আয়কর বিবরণীর কলামই তুলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে যেভাবে কঠোর ভূমিকায় চেয়েছিলাম তারা ততোটা কঠোর ভূমিকা পালন করছেনা। নির্বাচন কমিশন প্রতিটি ক্ষেত্রে তাদের অসহযোগিতার পরিচয় দিয়েছে। সুজন সবসময় জনগণের পক্ষে কথা বলে।
নিপুণ রায় চৌধুরীঃ
বিএনপি’র গণসংযোগে হামলাকারিরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের কর্মী। প্রচারণার প্রথম দিন থেকেই আওয়ামী লীগ বিএনপিকে চেপে ধরে রেখেছে। আজকের হামলা দেখে বোঝা যাচ্ছে, পুলিশ আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করছে। এই নির্বাচন কমিশন হচ্ছে আজ্ঞাবহ কমিশন। গত দশ বছর যাবৎ ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেনা। নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশন তাদের অজ্ঞতার পরিচয় দিয়েছে। প্রশাসন, নির্বাচন কমিশন ও বিভিন্ন সংস্থা নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে এবং সরকার তাদের দলীয় প্রার্থীদের পক্ষপাতিত্ব করছে। জনগণের ভোট প্রযুক্তির মাধ্যেমে হরণের জন্য ইভিএমকে জাদুর বাক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ভোট হরণের প্রচেষ্টা চালাচ্ছে।
এবিএম রিয়াজুল কবির কাওছারঃ
আজকের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনাটি মিডিয়াতে একভাবে দেখিয়েছে, যার বাস্তবতা ছিলো ভিন্ন। বিএনপির কর্মীরা আমাদের প্রার্থীর প্রচারণায় হামলা ও গুলি পর্যন্ত চালিয়েছে। বিএনপির পালাতক আসামীরা নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় আসছে এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।