দুই সিটির ভোট যুদ্ধ, আওয়ার ডেমোক্রেসি আর টিভি ২৩২০ঘটিকা ২৬ জানুয়ারি ২০
2020-01-26 23:20:00
আমিনুল ইসলাম আমিনঃ
জনগণ যদি টাকা কিংবা শাড়ীর বিনিময়ে ভোটকেন্দ্রে না আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারতো তাহলে নির্বাচনে ভোটার উপিস্থিতি বাড়তো। জনগণ সচেতন হলে রাজনৈতিক দলগুলো আরো সচেতন হয়ে নির্বাচনের জন্য ভালো প্রার্থী বাছাই করবে।
রুহিন হোসেন প্রিন্সঃ
ভোটযুদ্ধের পরিবর্তে এখন চলছে ধমকা-ধমকির যুদ্ধ, ইট মারামারির যুদ্ধ, আচরণবিধি লঙ্ঘনের যুদ্ধ, টাকার উৎসবের যুদ্ধ। রাজনীতিটা প্রকৃত পক্ষে এখন আর রাজনীতির জায়গায় নাই। রাজনীতি যদি রাজনীতির ধারায় চলতো তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আমাদেরকে রাজনীতির মূল ধারায় আসার জন্য চেষ্টা করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্সঃ
আজকে ব্রিটিশ হাই-কমিশনার গিয়েছিলেন ইশরাক হোসনের বাসায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। এটা হঠাৎ কোনো সিদ্ধান্ত না, আগে থেকেই এটা নির্ধারিত ছিলো। উনার সাথে সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, নগর উন্নয়নের পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়েছে। এই আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক, গণবিরোধী এবং জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরোধীতা করতে গিয়ে আমাদের প্রায় ৩৬ লক্ষ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং গায়েবী মামলা দেয়া হয়েছে।