সিটি নির্বাচন নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ২৬ জানুয়ারি ২০
2020-01-26 00:01:00
মোহাম্মাদ আমিনুল ইসলামঃ
বিএনপি যেকোন ভাবেই এই সিটি নির্বাচনকে বিতর্কিত করতে চায়। দলটি নির্বাচনে হেরে গেলে বলবে, আমরা আগে থেকেই জানতাম এই সরকার আমাদের জিততে দিবেনা। বিএনপি দলটি অসত্য কথা বলতে অভ্যস্থ হয়ে গেছে। তারা শুধু নির্বাচনকেই বিতর্কিত করে না, একইসাথে সরকারকেও বিপাকে ফেলে দেয়। তারা নির্বাচনের আগেই হেরে যায়। আওয়ামী লীগের হাত ধরে বিগত বছরগুলোতে যেভাবে ঢাকার উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতায় এবারও জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে জয়যুক্ত করবে।
জোনায়েদ সাকিঃ
৩০শে ডিসেম্বরের পর নির্বাচনের প্রতি মানুষের কোন আস্থা নেই। মানুষের মধ্যে একটা ধারণা চলে এসেছে, নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। এই নির্বাচন কি রকম হবে তার একটা আভাস পাওয়া যায় চট্টগ্রামের উপ-নির্বাচনের মধ্য দিয়ে। ভোটের আগে বড় ধরণের কোন সহিংসতা বা ধরপাকের মত পরিস্থিতি তৈরি না করে, ভোটের দিন ভোট কেন্দ্রে কাউকে ঢুকতে দেবে না, এটাই সরকারের মূল পরিকল্পনা। ভোটে জয়ী হওয়ার জন্য যতগুলো ভোট নিজের পক্ষে নেওয়া দরকার, ইভিএমের মাধ্যমে দিনের বেলায় তা নিয়ে নিতে পারবে। আমাদের সিইসি যে কথা বলে, তিনি নিজেই তা বিশ্বাস করতে পারে না।
তাহলে জনগণ কিভাবে তার কথা বিশ্বাস করবে। আমাদের ইসির প্রধান দায়িত্ব হলো সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা। সরকার আসলে দক্ষতার সাথে কারচুপি করতে পারছে না। তার কারণে সরকারের কারচুপিগুলো ধরা পড়ে যাচ্ছে। সিটি নির্বাচনে ইভিএম নিয়ে এসে ইসি জনগনের কাছে আরোবেশি অনাস্থার জায়গা তৈরি করলো। তাদের এমন কাজ করা উচিত যাতে জনগণের আস্থা তৈরি হয়।