সাটার ডে নাইট স্পোর্টস যমুনা টিভি ২৩০০ ১৮ জানুয়ারি ২০২০
2020-01-18 23:00:00
আমজাদ হুসেইনঃ
রাজশাহী দলের উপর ভক্তদের একটি প্রত্যাশা ছিলো, আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি এটাই বড় আনন্দের ব্যাপার। রাজশাহীবাসী প্রত্যাশা করেছে জয়ী ট্রফি রাজশাহীতে যেনো উন্মোচন করা হয়। আমরা অনেক ভেবে চিন্তে দল গঠন করেছিলাম। দেশি-বিদেশি সব খেলোয়াড়দের মাঝে বন্ধুসুলভ সম্পর্কের ফলেই আমরা জয়ী হতে পেরেছি।
হান্নান সরকারঃ
বিপিএলের মতো একটা টুর্নামেন্টে জয় পাওয়া অনেক বড় প্রাপ্তি। জয়ের উল্লাস অনেক সময় পর্যন্ত চলেছিলো। এই জয়ের স্বাদ পরবর্তী টুর্নামেন্ট পর্যন্ত থাকবে। বিপিএলে জয়ের জন্য যতোটুকু প্রয়োজন ছিলো কামরুল ইসলাম রাব্বি সেটা পরিপূর্নভাবে দিতে পেরেছে। দলের লক্ষ ছিলো বড় রানের টার্গেট, দেশের খেলোয়াড়ের কাছ থেকে যা আশা করা হয়েছিলো, তাদের জায়গা থেকে সেটা পরিপূর্ণ করেছে।
কামরুল ইসলাম রাব্বিঃ
টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের মাঝে আত্মবিশ্বাস ছিলো, আমরা এই বিপিএলে অনেক ভালো কিছু করতে পারবো। এন্ড্রু রাসেলের সাথে আমার কথা হয়েছে, আমাকে তার ব্যাট উপহার দিয়েছে এবং ভবিষ্যতে ভালো খেলোয়াড় হওয়ার জন্য আমাকে ধারণা দিয়েছে। দলের সবাই তার নিজ জায়গায় ভালো করেছে।