পেঁয়াজ পলিটিক্স, নিউজ আওয়ার এক্সটা এটিএন নিউজ ২১৩০ ঘটিকা ১৬ নভেম্বর ১৯
2019-11-16 21:10:00
হেলাল উদ্দীনঃ
পেঁয়াজ আমাদের দেখিয়ে গেল অব্যবস্থাপনার কারণে কতো ধরনের সমস্যা হতে পারে। সামনে কি কি হয় সেটা দেখার অপেক্ষায় আমরা। বর্তমান সরকারের আমলে ভোগ্য পণ্যের বাজারটা অত্যন্ত স্থিতিশীল ছিল। ক্ষুদ্র ব্যবসায়িরা আগে যেভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতেন, সে রকম কিছুই বিগত ৩/৪ বছর ধরে দেখছিনা। ভারতে পরপর দুইবার বন্যার পর যে আমাদের পেঁয়াজের সংকট হতে পারে, এমন চিন্তা আগে থেকে করলে আজ এমন হতো না। শুকরিয়া করা উচিত, এই সমস্যাটা চাল নিয়ে হয়নি, চাল নিয়ে এমন সমস্যা হলে আমাদের ভোগান্তির শেষ থাকতো না।
আমিনুল ইসলাম আমিনঃ
বর্তমানে মুক্তবাজার অর্থনীতি, তাই এখানে সহজে সবকিছু খন্ডন করা যায়না। পণ্যের মূল্য নির্ভর করে ক্রেতাদের উপর, ক্রেতা কত টাকা দিয়ে জিনিসটা কিনবে সেটার উপর দাম নির্ভর করে। আমাদের ব্যর্থতা আছে, এটাও স্বীকার করতে হবে। কিছু অসাধু ব্যবসায়ি এই ব্যর্থতার পেছনে দায়ি।
সৈয়দ ইশতিয়াক রেজাঃ
বাজারে কিন্তু পেঁয়াজের সরবরাহের অভাব নেই, তাহলে কেন এমন দাম বাড়লো? বাজার ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। ভোক্তা অধিকারের ম্যাজিট্রেড বা আইনের লোকেরা ক্ষুদ্র পেঁয়াজ ব্যবসায়িদের যেভাবে হয়রানি করছে সেটার কোন ভালো সফলতা পাওয়া যাবে না। কোন বৈঠকে বানিজ্য মন্ত্রীকে ঠিকভাবে পাওয়া যায়না, আমার কাছে মনেহয় উৎপাদন, চাহিদা এবং বন্টনে বানিজ্য মন্ত্রণালয় পুরোপুরি ব্যর্থ।