বিনাধান-১৭, আশার বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট ২২০০ ঘটিকা ১৯
2019-11-16 22:00:00
ড. মির্জা মোফাজ্জেল হোসেনঃ
আমাদের বর্তমান কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গ্লোবার ওয়ার্মিং বা জলবায়ুর পরিবর্তন। অসময়ে বৃষ্টি, জলোচ্ছাস, অতিখরা সহ নানা প্রাকৃতিক সমস্যার কারণে আমাদের কৃষি পণ্য উৎপাদন নানাভাবে পিছিয়ে যায়। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কাজ করছি। পুষ্টি গুন সম্পন্ন জাত উৎপাদনে আমরা চেষ্টা করে যাচ্ছি। কম খরচে কৃষক কিভাবে ধান উৎপাদন করতে পারবে সেটা নিয়েও আমরা কাজ করছি। ধান গবেষণা কেন্দ্র আমাদের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজের ব্যাপারে অনেক সহায়তা করে। পাহাড়ি এলাকায় বিনাধান-১৭ ভালো উৎপাদন হতে পারে।