ক্ষমা, পেঁয়াজ ও সমসাময়িক রাজনীতি, গণতন্ত্র এখন বাংলাভিশন ২৩৩০ ঘটিকা ১৪ নভেম্বর ১৯
2019-11-14 23:30:00
সাদ'ত হুসাইনঃ
পেঁয়াজের মত প্রায় প্রতি বছর একটা না একটা জিনিসের দাম বেড়েই যাচ্ছে, কখনও পেঁয়াজ আবার কখনও তেল, আদা রসুন বা চিনির দাম বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন পেঁয়াজের দাম কমে যাবে কিন্তু সেটা কমেনি। তার মানে বোঝা গেল, বিষয়টা আসলেই জটিল। পরিসংখ্যান শুধু মানুষকে খুশী করার জন্য করলে হবে না, কাজের জন্য করতে হবে।
জয়নাল আবেদীনঃ
কত মন পেঁয়াজের ঘাটতি সেটাই কেউ জানে না। পেপার পত্রিকায় দেখলাম ৮ টন পেঁয়াজ আসছে, তাহলে সেই পেঁয়াজ হেল কোথায়? মোট কথা হল, আমাদের দেশের মানুষেরা সর্বক্ষেত্রে একটা কঠিন সমস্যার মধ্যে আছে।
স্থপতি মোবাশ্বের হোসেনঃ
মেডিকেল বোর্ডে চিকিৎসকরা ছাড়া কেউ বসে না কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু এই কাজ করেন। পেঁয়াজের সমস্যার সমাধানে কে পদক্ষেপ নিবে সেটাই বুঝিনা। ঢাকা শহরের ট্রাফিক বাতির জন্য এতো টাকা কেন দিতে হবে? হয়তো, এই পেঁয়াজের সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীকেই পদক্ষেপ নিতে হবে।
শফিকুর রহমানঃ
কেন আমি খুঁজে বের করতে পারবো না, আমাদের কি কি সমস্যা আছে? কি কি সমস্যা হতে পারে? পেঁয়াজের সমস্যা একদিনের নয়। পেঁয়াজের রপ্তানির সাথে যারা জড়িত তাদের আরো আগে থেকেই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল।