শুদ্ধি অভিযানের প্রভাব রাজনীতিতে, সম্পাদকীয় সময় টিভি ২২০০ ঘটিকা ১৯ অক্টোবর ১৯
2019-10-19 22:00:00
শামা ওবায়েদঃ
সেলিম প্রধান তার স্বীকারোক্তিতে বলেছেন যে, প্রতিদিন ৩২৪ কোটি টাকা বিদেশে পাচার হতো অনলাইন ক্যাসিনোর মাধ্যমে। দেশের মানুষের টাকা লুটপাট চলছে এবং এই শুদ্ধি অভিযানটা শুধুমাত্রই আই ওয়াশ। একজন ভিসি যখন যুবলীগের চেযারম্যান হতে ইচ্ছা প্রকাশ করেন তখন আমরা রাজনৈতিক কর্মী হিসাবে লজ্জাবোধ করি। তারমানে যুবলীগের ঐ পদে কোন মধু আছে। বর্তমানে ছাত্রলীগ শতভাগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। গত দশ বছরে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং ২৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে শুধু ছাত্রলীগের নিজস্ব কোন্দল আর মারামারির কারণে। ছাত্রলীগ ও যুবলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো করছে, এর জন্য আওয়ামী লীগ দায়ী। বর্তমানে দেশের সরকার কোনটা, আওয়ামী লীগ কোনটা আর রাষ্ট্র কোনটা বোঝার উপায় নাই। ছাত্রলীগ ও যুবলীগ কে দুর্নীতিবাজ বানিয়েছে, কুলষিত করেছে আওয়ামী লীগ। রাশেদ খান মেনন বলেছেন যে, ৩০ ডিসেম্বর কেউ ভোট দিতে পারে নাই। তার মানে, উনাকেও ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসন সীল মেরে এমপি বানিয়েছে। ২৯ শে ডিসেম্বর রাতে ছাত্রলীগ, যুবলীগ সীল মেরেছে আর পুলিশ, র্যাব, বিজিবি সেগুলো পাহারা দিয়েছে। আওয়ামী লীগ হাতে ধরে প্রশাসনকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ তিন তিনবার বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে আছে। আমাদের দেশে এখন আইনের শাসন নাই। আওয়ামী লীগের ওপরে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট হয়ে গেছে। টাকা পয়সা বানানো, গাড়ী বাড়ি বানানো, লুটপাট করা টাকা দেশের বাইরে পাঠানো এটাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।
সানজিদা খানমঃ
অভিযানের আগেও মাননীয় প্রধানমন্ত্রী বার বার সাবধান করেছিলেন সুতরাং এটা শুধু আই ওয়াশ না। যে উদ্দেশ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল সেই মোতাবেকই সংগঠনটি চলছিল। যুবলীগের যারা যারা খারাপ তাদেরকে কাউকে ছাড় দেয়া হবে না।
জাকারিয়া কাজলঃ
এই শুদ্ধি অভিযান সকল দুর্নীতির বিরুদ্ধে হবে এবং এর ব্যাপ্তিও অনেক বাড়বে। শুধু অনুপ্রবেশকারীকে দোষ দিলেই হবে না বরং যারা দলে অনুপ্রবেশের সুযোগটা করে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থের বিনিময়ে যারা অনুপ্রবেশ করার সুযাগ করে দিচ্ছেন তারাই বড় অপরাধী। যখন যে দল ক্ষমতায় থাকে থানা হয়ে যায় সেই দলের যুব সংগঠনের অফিস, এই বোধটা এখন একটু কমেছে। দলে থাকলেই পার পাওয়া যাবে না, এই বোধটাও এখন জন্মে নিয়েছে।