বড় দলের প্রশ্রয়ে বেপরোয়া ছাত্র সংগঠন, একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ১৫ অক্টোবর ১৯
2019-10-15 20:00:00
গোলাম সারোয়ার মিলনঃ
ছাত্র রাজনীতির একটা গৌরবজ্জল ইতিহাস আছে। ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণ আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিন্তু ছাত্র আন্দোলনের ফসল। ৯০ সাল পর্যন্ত ছাত্র রাজনঅতি মোটামুটি ভাল ছিল কিন্তু ৯১ সাল থেকে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে ছাত্র রাজনীতি কলুষিত হতে থাকে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। জাতীয় রাজনীতিতে যেমন সহিষ্ণুতা নেই তেমনি ছাত্র রাজনীতিতেও অসহিষ্ণুতা বিরাজমান। গত ১১ বছরে এটা অসহনীয মাত্রায় চলে গেছে, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে এটা হয়েছে।
ফাহিমা নাসরিন মুন্নিঃ
জাতীয় নির্বাচনে যেভাবে দুর্নীতি হয়েছে, ১০ কোটি ৪০ লাখ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ৩০ তারিখের নির্বাচন ২৯ তারিখ রাতের বেলা সম্পন্ন করা হয়েছে। সমাজেরে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। চাঁদাবাজির দায়ে ছাত্র লীগের শীর্ষ পদের দু’জনকে অপসারণ করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নেই। ২০১৪ সালে ১৫৪ জন বিনা ভোটে এমপি হয়েছে, এবারতো ভোটই হয়নি, মিড নাইট সরকার দেশ পরিচালনা করছে। দেশি বিদেশি গণমাধ্যম বলেছে কেউ ভোট দিতে পারেনি। হলে হলে ছাত্রলীগের টর্চার সেল পাওয়া যাচ্ছে। যুবলীগ নেতাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়ার কারণে আবরারকে ছাত্রলীগের কর্মীরা হত্যা করেছে। সারা দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে।