খেলার ক্লাবে ক্যাসিনো কেন? সাটারডে স্পোর্টস যমুনা টিভি ২৩০০ ঘটিকা ২১ সেপ্টেম্বর ১৯
2019-09-21 23:00:00
আব্দুল গাফফারঃ
যারা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত আছেন, ক্লাবের সাথে সম্পৃক্ত আছেন, যারা ক্রীড়া সাংবাদিক সকলেই এই ক্যাসিনোগুলোর বিষয়ে জানতেন কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় নাই।
এম এম কায়সারঃ
ক্যাসিনোর মালিকরা যদি বলেন যে, ক্লাব চালানোর জন্য তারা জুয়া খেলার অনুমতি দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল ও মিথ্যা। এর উদাহরণ হচ্ছে, ফকিরাপুলের ইয়াংম্যান ক্লাব, যেই ক্লাব এখন ফুটবলই খেলে না। মূলত এই ক্যাসিনোগুলো থেকে লাভবান হচ্ছেন কিছু কিছু ব্যক্তি, এখান থেকে কোন ক্লাব বা খেলোয়াড়রা লাভবান হচ্ছে না। ক্লাবের গভর্নিং বডির সবাই এইসব ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত না।ক্লাবে যে ক্যাসিনো ব্যবসা হচ্ছে, সেটার দায় নিতে হবে ক্লাবের সভাপতিকে।এখানে সরকারেরও দায় রয়েছে কারণ স্পোর্টিং ক্লাব হিসেবে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্লাবগুলোকে নিবন্ধন দিয়েছে কিন্তু যে ক্লাবে খেলাই হয় না তাদের নিবন্ধন এতবছর ধরে থাকে কিভাবে? ক্লাব কর্মকর্তারা মতিঝিলে রাজউকের জায়গা নূন্যতম মূল্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে লীজ নিয়ে ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছেন।
পবিত্র কুন্ডুঃ
ক্যাসিনো বাংলাদেশে নতুন কিন্তু জুয়া খেলা নতুন না। জুয়া খেলা উন্নত পর্যায়ে চলে গেছে এবং সেগুলো ঘাটে গেড়েছে বিভিন্ন স্পোর্টস ক্লাবগুলোতে। এইসব ক্যাসিনো চালানোর জন্য পেশাদার লোক আনা হচ্ছে নেপাল থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে। শেখ হাসিনা উনার কথা রেখেছেন, এজন্য আমি উনাকে ধন্যবাদ জানাই।