একাত্তর জার্নাল, একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ২৫ মে ২০২২
2022-05-25 23:40:00
অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামঃ
ইভিএম এর একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে বায়োমেট্রিক এর মাধ্যমে ভোটারকে আইডেন্টিফাই করতে পারে। পৃথিবীর কোনো দেশেই ভোটারকে আইডেন্টিফাই করতে পারেনা ইভিএমের মাধ্যমে এটা শুধুমাত্র আমাদের ইভিএম এ পারে। আমাদের ভোটার লিস্ট টা কি আমরা ডিজিটাল করতে সক্ষম হয়েছি। ইভিএমের মাধ্যমে একজন ভোটার দুই জায়গায় ভোট দিতে পারবে না এটা আমরা নিশ্চিত করে বলতে পারি।
জয়নুল আবদিন ফারুকঃ
আমরাতো ইলেকশন কমিশনার যিনি এখন আছে সিইসিসহ এই পদ্ধতিকে বিরোধিতা করেছি। এই নিয়োগ বিরোধিতা করেছি। আপনজন হিসেবে বর্তমান সরকার যাদেরকে নিয়োগ দিয়েছে, আপনজন আমরা বলছি, তাদের। আমরা তাদেরকেই মানি না।
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকঃ
বিএনপির এই সরকারের আমলে নির্বাচনের নাই যেতে পারেন এটা তাদের ব্যক্তিগত বিষয় তারা নির্বাচনে নাই যেতে পারেন এখানে আমাদের কিছু বলার নেই সব রাজনৈতিক দল নির্বাচনে আসেনা। পাকিস্তান আমলে আমরা দেখেছি মাওলানা হামিদ সাহেব ভোটের বাক্সে লাথি মেরেছে। শেখ মুজিবুর রহমান যখন থেকেই নির্বাচন অংশ নিয়েছিলেন তখন তিনি এই নির্বাচনকে জনগণের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদঃ
আগে আমরা দেখেছি সমস্ত রিপোর্টাররা আদালতের রায় দেখে মামলার আইনজীবীদের সাথে কথা বলে রিপোর্টগুলো করতেন। কিন্তু ইদানীংকালে দেখছি কিছু কিছু মিডিয়া এবং গণমাধ্যম আমরা যে মামলা করেছি আদালতের যে রায় উদ্দেশ্য একদম পুরোপুরি ভিন্ন। অনেক সময় মিডিয়া রিপোর্টের কারণে বিতর্ক তৈরি হয় আদালত রায় দিল একটা মিডিয়া অন্যভাবে যদি সেই রিপোর্টটা তৈরী করে তাহলে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়। হাতিরঝিলে যে প্রকল্প টা হয়েছে সেটা হয়েছিল জনগণের সুবিধার জন্য ট্রাফিক জাম এবং বিনোদন দুইটাই ছিল।
স্থপতি ইকবাল হাবিবঃ
আদালত যে পর্যবেক্ষণগুলো দেয় সেটা অংশীজন এবং কর্তৃপক্ষ বিশেষজ্ঞ সাথে পরামর্শ নিয়েই রায় দেয়। সরকারকে সবকিছু বলে দেয়ার প্রয়োজন আদালতের নেই। আমাদের মোটরসাইকেল এই শহরে চলা অন্যায় না কিন্তু এই কারণের মধ্যে যখন ২৫ লক্ষ মোটরসাইকেল ছেড়ে দেয়া হলো। তখন এটাই সড়ক বহন করতে পারবে না। তখন এতগুলো মোটরসাইকেল ঢাকা শহরে চলা একটা বিপদজনক হয়ে যাবে।