সংবাদ সম্প্রসারণ, ডিবিসি নিউজ ২০০০ ঘটিকা ২৫ মে ২০২২
2022-05-25 20:00:00
ড. সৈয়দ মনজুরুল ইসলামঃ
আমাদের গণতান্ত্রিক দেশে নির্বাচন নিয়ম তান্ত্রিক ভাবেই অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি। সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনার ক্ষেত্রে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবেই তা গণনা করা হবে। ইভিএম মেশিন অন্যান্য রাষ্ট্রেও ব্যবহার করা হয় কিন্তু সেখানে আমাদের দেশের মতন এতো প্রশ্ন কেউ করে না। যারা নির্বাচন নিয়ন্ত্রণ করে তারা সঠিকভাবে নির্বাচনটি পর্যবেক্ষণ করছে কিনা এটা নিয়েই বড় প্রশ্ন এখন বিরোধী রাজনৈতিক দলদের। বিশেষ করে বিএনপি বলছে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। বিরোধী দল এখনো বিশ্বাস স্থাপন করতে পারছে না যে এটা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তবে প্রত্যেকটি দলকে নিয়েই নির্বাচন কমিশনকে বসা উচিত, একটি আলোচনার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সকলের সম্মতিতে আমি মনে করি। নির্বাচন কমিশনকে অবশ্যই জনগণের কাছে তাদের ভাবমূর্তি তুলে ধরতে হবে এবং এটা যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে তা বিশ্বাস করাতে হবে।
মহিউদ্দিন আহমদঃ
রাজনৈতিক দলগুলো অনেক সময় পক্ষে-বিপক্ষে থাকে। নাগরিক হিসেবে আমার দুটি প্রশ্ন, আমি যাকে ভোট দিয়েছি সেই ভোটটি তার ঘরে গিয়ে পড়ল কি না? এটা আমাকে জানতে হবে। আমার যদি কোনো কারণে সন্দেহ জাগে আমি যদি কাউন্টিং চাই তাহলে এই মেশিনে সম্ভব কি না? আর যারা এই মেশিনটি প্রস্তুত করছে তাদের ক্রেডিবিলিটি আছে কি না? এই বিষয়গুলা পরিষ্কার করতে পারলে জনগণের কাছ থেকে আস্থা পাওয়া যাবে। যে প্রশ্নগুলো উঠেছে এগুলো মূলত আস্থাহীনতার কারণে। নির্বাচন কমিশনকে বোঝাতে হবে জনগণকে যে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে তাতে এখানে সরকারের কোনো হাত নেই। তবে এখানে আমি মনে করি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে।