এই সময়, এনটিভি ২৩৩০ ঘটিকা ২৪ মে ২০২২
2022-05-24 23:30:00
আতাউর রহমান ঢালীঃ
Government জবাবদিহিতার ভিতরে নাই। তারা সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বুঝায় সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসেনি। আসেনি বলেই তাদের জনগণকে Care করার একটা প্রবণতা নেই। Who cares জনগণ কে, জনগণ তো আমার ভোটে দরকার হয় নাই। আমার ভোটে দরকার পুলিশ, আমার ভোটে দরকার হাইকোর্ট/সুপ্রিম কোর্ট, আমার ভোটে দরকার সেনাবাহিনী। জনগণের এখানে কোন মূল্য নেই। আপনি (পদ্মাসেতু) করতে গিয়ে আপনি জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন এইটা তো হতে পারে না। ঈদের সময় থেকে এই পর্যন্ত পত্রপত্রিকায় যা দেখেছি সারাদেশে আওয়ামী লীগের অভ্যন্তরে যেই পরিমাণ বন্দুকযুদ্ধ হয়েছে আর নিহত হয়েছে, এই তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইটা (ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ) খুবই কম।
আহমদ হোসেনঃ
দেশবাসী আজকে দেখছে পদ্মাসেতু, এটা স্বপ্ন নয় এটা বাস্তব। পদ্মাসেতুর শুরুতেই কিন্তু দুর্নীতি হচ্ছে একটা অভিযোগ শুরু হয়ে গিয়েছিলো। যে কারণে বিশ্বব্যাংক যেই ফান্ড করেছিলো সেই ফান্ড কিন্তু উইথড্র করেছে। এখন বিএনপি যদি মনে করে ছাত্রদলকে আমন্ত্রণ জানাবে তখন একটা আন্দোলনের মহড়া তৈরি করবে, সেই কারণেই হয়তোবা ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ঝগড়া-বিবাদ হয়ে গেছে।