সম্পাদকীয়, সময় টিভি ২২০০ ঘটিকা ২৪ মে ২০২২
2022-05-24 22:00:00
খায়রুল কবির খোকনঃ
জনগণের কষ্টে অর্জিত টাকা, জনগণের ট্যাক্সের পয়সার টাকা, কারও বাপের টাকায় সেই (পদ্মা) সেতু হয়নি। সেতু হয়েছে এদেশের জনগণের কষ্টে অর্জিত ট্যাক্সের, মানুষের পকেটের টাকা কেটে নিয়ে কিন্তু সেতুটা করেছেন। সেই সেতু করতে গিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যে আধ্যাত্মপূর্ণ কথা বলেছেন এটা শিষ্টাচার বহির্ভূত। দুর্নীতির কারণে আমাদের এই যে মেগা প্রজেক্ট, মেগা লুট হচ্ছে। সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এই সরকারের অধীনে একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া তাদের অধীনে, তারা যে কর্তৃত্ববাদী হয়ে গেছে তারা এখন জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা না থাকার কারণে আজকে তারা এখন মানে শুধু গায়ের জোরে প্রশাসনযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
নজরুল ইসলাম বাবুঃ
পদ্মা সেতু বাংলাদেশের জনগণের জন্য করা। এই পদ্মা সেতু মানুষের দীর্ঘদিনের চাহিদা। আজকে জনগণের পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছেন মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা কথাই রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। বিএনপি এক সময় এই দেশের প্রধানমন্ত্রী হয়েও এবং একটি রাজনৈতিক দলের প্রধান হয়েও দেশের ভাবমূর্তি রক্ষার্থে ভূমিকা রাখেনি। বিএনপি দেশের টাকা লুটপাট করেছে এবং নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। বিএনপি দেশটাকে লন্ডভন্ড করে রেখেছিল, দেশের উন্নয়নে তারা কোনো কাজ করেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারার চেষ্টা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের স্বার্থে পদ্মা সেতুর কাজ শুরু করেছিলেন। বাংলাদেশে পদ্মা সেতু যেন না করা যায় সেই জন্য খালেদা জিয়া নিজেই ষড়যন্ত্র করেছিল।
এ টি ইউ তাজ রহমানঃ
পদ্মা সেতু আমাদের দেশের জন্য বিরাট একটা অর্জন। পদ্মা সেতু দিয়ে ২৫ জুন থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের সাথে ঢাকা শহরের সাথে সরাসরি যোগাযোগ হবে। দক্ষিণাঞ্চল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো আসবে, সেগুলো কম দামে পাওয়া যাবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হবে, মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হবে। দক্ষিণাঞ্চলের তিন কোটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে শুধুমাত্র পদ্মা সেতু হওয়ার কারণে। পদ্মা সেতুর সাথে রেল যোগাযোগ হলে দেশের আরও বেশি উন্নয়ন হবে। উন্নয়ন যত হবে এদেশের মানুষ সেই উন্নয়ন ভোগ করবে।