মুক্তবাক চ্যানেল ২৪ ২৩৩০ ঘটিকা ১৫ মে ২০২২
2022-05-15 23:30:00
ড. তৌফিক আহমেদ চৌধুরীঃ
সরকার যদি শক্ত হাতে এবং খুব কম সময়ের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে আনতে পারে, বিচার সম্পন্ন করতে পারে, তাহলে সবার কাছে, সমগ্র মানুষ তারা জানতে পারবেন যে, বাংলাদেশে ঋণের সুবিধাকে ব্যবহার করে অর্থ পাচার করা বা ব্যাংকগুলোর অর্থ বিভিন্নভাবে আত্মসাৎ করা যায় না। আমরা সরকারের কাছে আহবান জানাই, বাংলাদেশ ব্যাংকের কাছে আহ্বান জানাই এই বিষয়টি খুব শক্ত হাতে এবং খুব দ্রুত বিচার ব্যবস্থার আওতায় আনা।
ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমঃ
আমার মতামত থাকবে যে এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ভারতীয় অংশে যে অপরাধগুলো সাধিত হয়েছে, সেই অংশের অপরাধের বিচার আগে সমাধান হওয়া দরকার। ভারত এবং বাংলাদেশে যারা এ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদের সম্পর্কিত বিস্তারিত উন্মুক্ত হওয়া দরকার। এর মাধ্যমে একটি পুরো চক্রের ধারণা পাওয়া যাবে। বাংলাদেশ আইনি কাঠামোর ওপর কোনো দুর্বলতা নেই। আমাদের এখানে মানিলন্ডারিং অ্যাক্ট রয়েছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে। এর বাইরেও সিআইডিকে ক্ষমতায়ন করা হয়েছে।
অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খানঃ
আমরা তিন দিনের মধ্যেই জানতে পারবো পি কে হালদার কিভাবে টাকাটা পাচার করেছে। এরপরে তাকে সিবিআইতে হ্যান্ডওভার করা হবে কি না, তা সম্পর্কে আগে থেকে কিছু বলা যাচ্ছে না। সিবিআইতে হ্যান্ডওভার করার জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে। ভারতের উপর বাংলাদেশের একটা চাপ আছে। কারণ প্রায় ৩৬টা মামলা পিকে হালদার এর উপর আছে। আমরা খুব দ্রুত চেষ্টা করব ভারত থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। কারণ ভারত থেকে বাংলাদেশে পিকে হালদারকে আনতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে।