জনতন্ত্র গণতন্ত্র, নিউজ ২৪ ২০০০ ঘটিকা ১৫ মে ২০২২
2022-05-15 20:00:00
গোলাম রহমানঃ
এখানে দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে পিকে হালদার কে দেশে আনা অন্যটি পিকে হালদার অন্যায় ভাবে যে অর্থ পাচার করেছে ভারতসহ অন্যান্য দেশে তা দেশে ফিরিয়ে আনা। পিকে হালদার কে দেশে ফিরিয়ে আনা খুব একটা কঠিন কাজ বলে আমার মনে হয় না। তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন সেখানে ভারত তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ব্যক্তি গভর্নর এবং আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৭ লাখ টাকার বেশি লেনদেন হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে সেখানে প্রতিফলিত হয়। পিকে হালদারের লেনদেন দেখার পরেও যারা ব্যবস্থা গ্রহণ করেনি তারা মনে হয় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। পিকে হালদারের সাথে যাদের ব্যর্থতার কারণে এই দীর্ঘদিন থেকে এমন অপকর্ম হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।
অ্যাডভোকেট মনজিল মোরসেদঃ
বাংলাদেশের এয়ারপোর্ট এটা কে নিয়ন্ত্রণ করে? কার কর্তৃত্ব ছাড়া বাংলাদেশে এয়ারপোর্টে কিছু হওয়া সম্ভব? আসুন বাংলাদেশ ব্যাংক, এই সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক এই বড় বড় পদে সর্বোচ্চ পর্যায়ের বা বিশেষ কোনো ইঙ্গিত ছাড়া কি কেউ নিয়োগ হয়? কোথাও শুনেছেন আপনি? যোগ্যতার ভিত্তিতে কি কোন লোককে এখানে নিয়োগ করা হয়? সেটা অবশ্যই হয় না। জবাবদিহিতা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে এটা একটা কালচার, সেই কালচারটা আমরা ধ্বংস করে ফেলেছি। ট্রেনের টিকিট ধরতে গিয়ে তার চাকরি যায় যায় অবস্থা, আজকে মোবাইল কোর্টে সাজা দিতে গিয়ে একটা মোবাইল কোর্টের ক্ষমতাই চলে যায় অর্থাৎ যারা কিছু কাজ করতে যায়, আইনের প্রয়োগ করতে যায় তারা বিপদে পড়ে। অর্থাৎ রাষ্ট্রের চরিত্রটা আজকে এমন এক জায়গায় চলে গেছে যে জবাবদিহির জায়গায় কেউ কিছু করতে চাইলেও তারা অনেক সময় বিপদের মধ্যে পড়ে।
মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার(অব.)ঃ
পিকে হালদারের বিষয়টিকে বৃহত্তর দৃষ্টিতে দেখতে হবে। একটা রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং উন্নয়ন যে সমস্ত প্রতিষ্ঠান উপর নির্ভরশীল যেটাকে আমরা স্তম্ভ বলে তার মধ্যে এক নম্বর প্রধান প্রতিষ্ঠান হল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। পিকে হালদার ধরা পড়েছে এবং আমরা প্রত্যাশা করি সময় লাগলো তার বিচার হবে। কারণ ভারত বাংলাদেশের অত্যন্ত বন্ধু রাষ্ট্র এবং তারা বাংলাদেশের সব ধরনের সহযোগিতা দেবে এটাও আমরা প্রত্যাশা করি। দু'দেশের মধ্যে সম্পর্ক যদি সেভাবে ভালো পর্যায়ে থাকে তাহলে অনেক কিছুই দ্রুত সম্ভব। এটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে সাধারণ মানুষকে সন্তুষ্ট করতে হবে।